× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিজে পিছিয়ে পড়ল পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪ ১০:৩০ এএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪ ১১:১৪ এএম

সিরিজে পিছিয়ে পড়ল পাকিস্তান

কূলে এসে তরী ডোবানোর যন্ত্রণা গত রাতে ভালোই টের পেল পাকিস্তান। শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ের পরও সফরকারী নিউজিল্যান্ডের কাছে ৪ রানে হেরেছেন বাবর আজমরা। এ জয়ে সিরিজে ২-১-এ এগিয়ে গেছে কিউইরা।

বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ১৭৮ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ১৭৪ রানে থামে পাকিস্তান। হারের দিনে ব্যর্থ ছিলেন অধিনায়ক বাবর আজম (৫), সায়েম আইয়ুব (২০)। সুবিধা করতে পারেননি সহ-অধিনায়ক শাদাব খানও। বাজে শুরুর পর মিডল অর্ডারে হাল ধরেন ফখর জামান। আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে সপাটে ব্যাট চালান তিনি। ৪৫ বলে করেন ৬১ রান।

ফখর শুরুতে শাদাব খানের সঙ্গে জুটি বাধার চেষ্টা করেন। এদিন ভাগ্য সহায় ছিল না শাদাবের। ব্রাকওয়েলের বলে নিশামের হাতে কটআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ঝুলিতে ভরতে পেরেছেন মাত্র ৭ রান। তবে ফখরের সঙ্গে জুটি জমে ইফতেখার আহমেদের। এ জুটি থেকে ৬১ রান আসে। ইফতেখার ২৩ রানে ফিরলে জুটিতে ফাটল ধরে। তার একটু পর ফখর আউট হলে চাপে পড়ে স্বাগতিকরা।

শেষ দিকে খেলা জমিয়ে দেন ইমাদ ওয়াসিম। চারের পসরা সাজানো শুরু করেন। টার্গেটের কাছাকাছিও চলে যান। শেষ বলে প্রয়োজন ছিল ৬ রান। কিন্তু ১ রানই নিতে পারেন ওয়াসিম। তাতেই সব শেষ। নিউজিল্যান্ডের হয়ে ও’রুর্ক ২৭ রানে ৩টি উইকেট তোলেন।

এর আগে বাবর আজমের আমন্ত্রণে সফরকারীদের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার টিম রবিনসন ও টম ব্লান্ডেল। জুটিতে ৫৬ রান যোগ করেন তারা। ২৮ রানে ব্লান্ডেল ফিরলে জুটি ভাঙে। পাকিস্তানকে প্রথম আনন্দ এনে দেন জামান খান। ব্লান্ডেল ফিরে গেলেও আক্রমণ অব্যাহত রাখেন রবিনসন। তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। বাইশগজ ছাড়ার আগে ৩৬ বলে ৫১ রান করেন।

শুরুতে চাপে থাকা পাকিস্তান মাঝের ওভারগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখে। শেষ দিকে অধিনায়ক ব্রেসওয়েল মেরে খেলার চেষ্টা করেন। তার যাত্রা রুখে দেন আব্বাস আফ্রিদি। শেষ উইকেট অর্থাৎ ইশ সৌদির উইকেট ছিল মোহাম্মদ আমিরের একমাত্র অর্জন। পাকিস্তানের হয়ে আব্বাস আফ্রিদি সর্বোচ্চ ৩টি উইকেট তুলেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা