× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিরোপা স্বপ্নে ধাক্কা

লিভারপুলের ক্ষমা চাওয়াটাই এখন বাকি: ক্লপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ২৩:০০ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪ ১১:৫৬ এএম

কোচ  ইয়ুর্গেন ক্লপ

কোচ ইয়ুর্গেন ক্লপ

এতদিন আর্সেনাল ও ম্যানসিটির সঙ্গে লিগ শিরোপা লড়াইয়ে সমানতালে লড়ে গেছে লিভারপুল। এভারটনের কাছে হারে এখন তাদের রানার্সআপ হওয়াটাও দুষ্কর হয়ে পড়েছে। এভারটনের কাছে ধরাশায়ী হওয়ার পর ক্লপের কাছে জানতে চাওয়া হয়েছিল লিভারপুলের সম্ভাবনা এখন কতটুকু। জার্মান ফুটবল গুরু জানালেন সমর্থকদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো পথ নেই এখন, ‘আমি জানি না, আমি কেবল লোকজনের (সমর্থক) কাছে ক্ষমাই চাইতে পারি। আমাদের সঙ্গে যারা আছেন, তারা সবাই জানেন যে আমাদের জন্য এটা কতটা কঠিন। আমাদের আরও ভালো করা উচিত ছিল, কিন্তু পারিনি।’ 

ম্যাচ হারের দায় ক্লপ তুলে নিলেন নিজেদের কাঁধে, ‘অবশ্যই অনেক কিছু নিয়েই আমরা হতাশ। এভারটন যেভাবে খেলতে চেয়েছে, আমরা ঠিক সেটিই করতে দিয়েছি। সেট পিস থেকে দুটি গোল হয়েছে। আমরা অনেক সুযোগ তৈরি করেছি, কিন্তু গোল করতে পারিনি। অনেক তাড়াহুড়ো করেছি আমরা, যথেষ্ট স্বচ্ছ ছিলাম না। যথেষ্ট ভালো ছিলাম না আমরা, অবশ্যই স্বীকার করতে হবে। নিশ্চয়ই আমরা এরকম কিছুর আশা করিনি, কিন্তু হয়ে গেছে। আমরা অবশ্যই সেরা মুহূর্তে নেই এখন… দিন শেষে যথেষ্ট ভালো আমরা ছিলাম না। যখন কোনো দল জেতে, জয়ের পেছনে ৫০০টি কারণ থাকে। হারার পর স্রেফ বলতে হয়, যথেষ্ট ভালো ছিলাম না।’ 

লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক বারংবার গুরুত্বপূর্ণ ম্যাচে সতীর্থদের ভেঙে পড়ার বিষয়টি মেনে নিতে পারছেন না, ‘সব মিলিয়ে এভাবে খেললে, কোনো চ্যালেঞ্জে জিততে না পারলে এবং রেফারিকে ফ্রি কিকের বাঁশি বাজানোর সুযোগ দিলে, আমাদের শিরোপা জয়ের কোনো সুযোগ থাকবে না। অনেক দিক থেকেই আমি খুব হতাশ। সবাইকে আয়নায় তাকাতে হবে এবং নিজেদের পারফরম্যান্স দেখতে হবে; ভাবতে হবে, তারা কি সবটুকু নিংড়ে দিয়েছিল কি না।’

মাঠের লড়াইয়ে চোখ ধাঁধানো পারফরম্যান্সে দাপট দেখাল এভারটন। আধিপত্য বিস্তার করে লিভারপুলকে করে ফেলল নিষ্ক্রিয়। আক্রমণে ধার বাড়িয়েও লাভ হলো না দ্য রেড শিবিরের। লড়াই জমিয়ে তুলেও ঘুরে দাঁড়াতে পারল না জায়ান্ট ক্লাবটি। গুডিসন পার্কে বুধবার রাতে মার্সেসাইড ডার্বিতে ২-০ গোলে জয় ছিনিয়ে নিল এভারটন। 

অনাকাঙ্ক্ষিত হারে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার জয়ের দৌড়ে পিছিয়ে পড়ল কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। শিরোপা লড়াইটা এখন যেন কেবলই ম্যানসিটি আর আর্সেনালের!  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা