× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে না ভারত!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ২১:১০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। বৈশ্বিক এ ইভেন্টকে ঘিরে লড়াইয়ে নামার উপক্রম দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের। এরই মধ্যে পাকিস্তানে খেলতে না যাওয়ার ইঙ্গিত দিয়ে দিয়েছে বিসিসিআই। আর আনুষ্ঠানিক ঘোষণা আসার পর নিজেদের করণীয় ঠিক করবে বলে জানিয়েছে পিসিবি।

মূলত গত সপ্তাহে ভারতের অধিনায়ক রোহিত শর্মার এক মন্তব্যের সূত্র ধরে শুরু বিতর্ক। তিনি পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে চান বলে জানান। এর প্রতিক্রিয়ায় পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত পাকিস্তানে এলে, নিরপেক্ষ ভেন্যুতে দ্বিপক্ষীয় সিরিজের চিন্তা করবে বোর্ড।

এমন মন্তব্যের পর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের (আইএএনএস) পক্ষ থেকে যোগাযোগ করা হয় বিসিসিআইয়ের সঙ্গে। সংবাদমাধ্যমটিকে পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসির বৈশ্বিক আসর নিয়ে অনিশ্চয়তার কথা জানায় সেই সূত্র, ‘দ্বিপক্ষীয় সিরিজের কথা ভুলে যান। ভারত দল তো চ্যাম্পিয়নস ট্রফির জন্যই পাকিস্তানে না যেতে পারে। সেক্ষেত্রে ভেন্যু বদলানো হতে পারে, হাইব্রিড মডেলেরও সম্ভাবনা আছে।’


২০২৩ এশিয়া কাপের মূল আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত সেখানে যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট হয়েছিল হাইব্রিড মডেলে। ভারত ছাড়া বাকি সব দল পাকিস্তানে গেলেও রোহিতদের ম্যাচ হয়েছে শ্রীলঙ্কায়। এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও একই পথে হাঁটতে চায় বিসিসিআই। তবে এ ক্ষেত্রে বড় পার্থক্য টুর্নামেন্টের কর্তৃপক্ষে। 


এশিয়া কাপের কর্তৃপক্ষ এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আর চ্যাম্পিয়নস ট্রফির আইসিসি। ক্রিকেটের বৈশ্বিক সংস্থায় ভারতের জোরালো অবস্থান থাকলেও চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেল বা নিরপেক্ষ ভেন্যুতে নিয়ে যাওয়া সহজ হবে না বলে মনে করে বিসিসিআইও, ‘যেকোনো সফরের জন্য বিসিসিআইকে সরকারের অনুমতি পেতে হয়। তবে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নেই। চ্যাম্পিয়নস ট্রফি আইসিসির টুর্নামেন্ট বলে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিনই হবে। তবে সরকারের নির্দেশ বা সবুজসংকেত ছাড়া কিছু করারও নেই। আর দ্বিপক্ষীয় সিরিজের ব্যাপারে বলব, অদূর ভবিষ্যতে এমন কিছু হওয়া প্রায় অসম্ভব।’


ভারত–পাকিস্তান নিজেদের মধ্যে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০১২–১৩ মৌসুমে। এখন দ্বিপক্ষীয় সিরিজের পাশাপাশি আইসিসির টুর্নামেন্টেও যদি ভারত পাকিস্তানে না যায়, সে ক্ষেত্রে পিসিবির করণীয় কী হবে আগেই ভেবে রাখা হচ্ছে। আইএএনএসকে পিসিবির একটি সূত্র গতকাল বলেন, ‘এখানে রোহিত শর্মা ও বিসিসিআই সূত্রটির মন্তব্য পরিষ্কার বৈপরিত্য দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে, ক্রিকেট নিয়ে খেলোয়াড়দের মধ্যে সমস্যা নেই, তারা খেলতে চায়। কিন্তু ভারতের রাজনৈতিক নেতৃত্ব সব সময় ঝামেলা পাকাচ্ছে।’


পাকিস্তান সর্বশেষ আইসিসি টুর্নামেন্ট আয়োজন করেছে ১৯৯৬ সালে, যা ছিল যৌথভাবে আয়োজিত বিশ্বকাপ। 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা