× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ রাতে দেশে ফিরছেন সাকিব!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ১১:৩৩ এএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪ ১৫:৪৪ পিএম

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

গেল বছরের নভেম্বরে ভারত বিশ্বকাপের পর সাকিব প্রথম কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে খেলেন। রংপুর রাইডার্সের হয়ে অংশ নেন ১৯ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত বিপিএলে। দুই মাস বিরতির পর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট বলতে খেলেছেন চলমান ডিপিএলে। ঘরোয়া এ টুর্নামেন্টে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। পরে ছুটি কাটাতে পরিবারের কাছে ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে।

২৬ এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। তার আগেই আজ বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরবেন সাকিব। একটি বিশ্বস্ত সূত্রে এমনটাই জানা গেছে। 

এর আগে গত মঙ্গলবার জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও সাকিবকে ডিপিএলের শেষের দিকে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। কেননা টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার অংশ হিসেবে আবার ডিপিএল দিয়ে প্রস্তুতি সম্পন্ন করবেন সাকিব। 

সূত্র বলছে জিম্বাবুয়ে সিরিজে খেলবেন সাকিব। তবে জিম্বাবুয়ে সিরিজের শুরুর দিকে না-ও খেলতে পারেন সাকিব। ওই সময়টাতে সাবেক এই টাইগার অধিনায়ক ডিপিএলে নিজেকে ঝালাই করে নেবেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জার্সি গায়ে। 

পরে জিম্বাবুয়ে সিরিজের শেষদিকে সাকিব খেলবেন বলে জানিয়েছেন লিপু। ডিপিএল ও জিম্বাবুয়ে সিরিজে সাকিবের খেলা নিয়ে বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘(সাকিব) বাংলাদেশে এলে সম্ভাবনা আছে ডিপিএলে এক-দুইটা ম্যাচ খেলার। তারপর আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি। সেখানে ক্রিকেটীয় স্কিল অনুশীলনের সুযোগ আছে। টিম ম্যানেজমেন্ট ও তিনি যেভাবে চান, তারপর অবশ্যই চাইব যে টি-টোয়েন্টি সিরিজে যেহেতু পাঁচটা ম্যাচ আছে, শেষদিকে তিনি যেন খেলার সুযোগ পান।’

বিশ্বকাপ সামনে রেখে আগামী মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন লাল-সবুজের প্রতিনিধিরা। এজন্য দিন কয়েক আগে ফিটনেস পরীক্ষাও দিয়েছেন টাইগার ক্রিকেটাররা। এবার জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছে বিসিবি। তবে ক্যাম্পে থাকছেন না সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। 

আইপিএলে খেলার জন্য ছাড়পত্র নিয়ে ভারতে যাওয়ায় প্রস্তুতি ক্যাম্পে নেই মুস্তাফিজুর রহমানও। প্রাথমিক দলে অবশ্য জায়গা পেয়েছেন সর্বশেষ বিপিএলে দ্যুতি ছড়ানো পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। তার সঙ্গে স্কোয়াডে রয়েছেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ও তানভীর ইসলামরা।

জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শেরেবাংলায়। আগামী ৩ মে শুরু মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা