× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তদের ভুল খোঁজার ক্যাম্প

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ২০:৫৮ পিএম

শান্তদের ভুল খোঁজার ক্যাম্প

দুদিন আগে লম্বা রানিংয়ে ‘শারীরিক সক্ষমতা’ বুঝেছিলেন নাজমুল হোসেন শান্তরা। টাইগার ক্রিকেটারদের এবার নিজেদের আরেকবার চেনার পালা। চট্টগ্রামে তিন দিনের ক্যাম্প আয়োজন করেছে বিসিবি। চন্ডিকা হাথুরুসিংহের পরিকল্পনায় সেখানে ম্যাচ সিনারিওতে প্রস্তুতি সারবেন ১৭ ক্রিকেটার। দিন-রাত মিলিয়ে বসা ক্যাম্পে ক্রিকেটারদের হাতে-কলমে বুঝিয়ে দেওয়া হবে দায়িত্বটা কার কি, জানানো হবে পরিস্থিতি সামলানোর উপায়ও। জিম্বাবুয়ে সিরিজের ছায়া দলের ভুল খোঁজা এবং সেটি শোধরানোর সুযোগ করে দিতেই মূলত এই ক্যাম্প।

গতকাল মঙ্গলবার দুপুরে ক্যাম্প স্কোয়াড জানিয়েছে বিসিবি। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে না থাকা ৫ সদস্য পেয়েছেন ডাক। ক্যাম্পের দলে নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের নাম। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু পরে জানিয়েছেন সাকিব-মুস্তাফিজদের না থাকার কারণ, শুনিয়েছেন কবে নাগাদ তারা ফিরতে পারেন। শান্তদের নির্বাচক বলেছেন, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় বিকল্প ক্রিকেটার প্রস্তুত রাখার পরিকল্পনায় এগোচ্ছে ম্যানেজমেন্ট। 

ছুটি কাটিয়ে আগের দিন ঢাকায় আসেন প্রধান কোচ হাথুরুসিংহে। ২৪ ঘণ্টার কম সময়ের ব্যবধানে বৈঠক করেন নির্বাচক প্যালের সঙ্গে। বৈঠকের পরদিন ঘোষণা আসে ২৬ থেকে ২৮ এপ্রিল চট্টগ্রামে হবে তিন দিনের ক্যাম্প। সেখানে ম্যাচ সিনারিওতে খেলার মাঝেই যাচাই-বাচাই হবে কার সক্ষমতা কতটুকু, কে কতটুকু সিরিজ তথা বিশ্বকাপের জন্য ফিট।

>> চট্টগ্রামে সেন্টার উইকেটে হবে প্রস্তুতি

>> ম্যাচ সিনারিওতে চলবে অনুশীলন

>> দিন-রাত মিলিয়ে হবে ক্যাম্প

>> ক্রিকেটারদের জানানো হবে করণীয়

>> রয়েছে বিকল্প ক্রিকেটার প্রস্তুতের পরিকল্পনা

প্রধান নির্বাচক লিপুর মতে শান্তদের এই স্কোয়াডটি মূলত পরীক্ষা-নীরিক্ষার, ‘আপনারা একটা দল পেয়েছেন, যেটাকে বলতেছি প্রিপারেশন ক্যাম্পের দল। অনুশীলনের জন্য খুব একটা সময় সব সময় পাই না। সেটা দ্বিপাক্ষিক সিরিজেও। আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে খেলার সময়ও আমরা বোধ করি। তো এই একই ফরম্যাটে জিম্বাবুয়ের সঙ্গে সামনে খেলা আছে ঘরে। তারপরে ইউএসএ’র সঙ্গে তিনটা ম্যাচ এবং এরপর টি-টোয়েন্টি আসরে ঢুকে যাবো। তাই একটা ম্যাচ সিনারিওতে কিছু অনুশীলন হবে এখানে। এই টি-টোয়েন্টি ফরম্যাটে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে খেলার অ্যাপ্রোচ হবে প্ল্যানিংটা কী দাঁড়ায়, ব্যাটসম্যানদের রোল কিভাবে দাঁড়াবে, বোলারদের কী রোল থাকবে— সে ব্যাপারে তাদেরকে টিম ম্যানেজমেন্ট এবং প্রধান কোচ একটা সংক্ষিপ্ত ধারণা দিবে। সে ব্যাপারগুলো তাদেরকে মৌখিকভাবে জানানো হবে।’

ক্যাম্পে দেখা হবে শান্তরা কেমন করছেন এবং নিজেদের কাজটি ঠিকভাবে করতে না পারলে ভুল শুধরে দেওয়ার কাজটি করা হবে। প্রধান নির্বাচক লিপুর ভাষায়, ‘২৬,২৭,২৮— এই তিন দিন চট্টগ্রামের সেন্টার উইকেটে ম্যাচ সিনারিওতে অনুশীলন করা হবে। দেখা হবে, কে কত কাছাকাছি পৌঁছাতে পারছে। বোলাররা কী কারণে ব্যর্থ হচ্ছেন বা সফল হচ্ছেন, ব্যাটসম্যানরা তাদের আকাঙ্খিত লক্ষ্য পারলে ভালো।’

জুনে বসা বিশ্বকাপের আগে এই ক্যাম্প দলটিকেই মূলত ছায়া দল হিসেবে দেখছেন লিপু। তবে চোট, পারফর্ম্যান্স কিংবা যেকোনো কারণেই দলে পরিবর্তন আসতে পারে। সামনে যেহেতু আরও দুটি সিরিজ আছে তাই দলটিকে এখনওই বিশ্বকাপের স্কোয়াড ভেবে বসতে নারাজ তিনি। প্রধান নির্বাচক উদাহরণ টেনেছেন মেহেদী হাসান মিরাজকে। ঘোষিত দলের কোনো অফ স্পিনার যদি ইনজুরিতে পড়েন সেখানে মিরাজ ঢুকতে পারেন। তেমনি নানা কারণেও দলে পরিবর্তন আসতে পারে। তবে এখন লক্ষ্য প্রথমত জিম্বাবুয়ে সিরিজ। লিপু জানিয়েছেন মে মাসের শুরুতে বসা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সাকিব-মুস্তাফিজ-সৌম্য থাকবেন কিনা, তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে ২৮ তারিখ, সিরিজের দল ঘোষণার দিন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিতে আইসিসি ১ মে পর্যন্ত সময় বেধে দিয়েছে। বিসিবি তার আগে খেলোয়াড়দের শেষ সময়েও যাচাই বাচাই করে নিতে চায়। নির্বাচক লিপুর মতে, এই ক্যাম্প দলের কাছাকাছি একটা দল যাবে বিশ্বকাপে। বিশ্ব আসরে শান্তদের দল দিতে সর্বোচ্চ সুযোগ নেওয়ার চেষ্টা তার, ‘আমরা সর্বোচ্চ সুবিধা নেওয়ার চেষ্টা করব। ১ তারিখের মধ্যে দল জমা দেওয়ার একটা বাধ্যবাধকতা করে দেওয়া হয়েছে। এই দলটাই যে বিশ্বকাপের দল হবে এমন কোনো কথা নাই। এর মধ্যে অনেক খেলা আছে, অনেক কিছু হতে পারে, ইনজুরি হতে পারে। তবে সেই দলটা কাছাকাছি একটা দল হবে। এটা বোর্ডের ব্যাপার। তারা প্রকাশ করবে কী করবে না। দল দিয়ে দেওয়ার দরকার হবে যত দ্রুত সম্ভব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা