× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিএল চ্যাম্পিয়ন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট পেল ফকিরেরপুল ইয়ংমেনস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ০৩:০৩ এএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪ ১২:১৩ পিএম

ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবের ফুটবলাররা

ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবের ফুটবলাররা

নানা সমস্যায় জর্জরিত হয়ে প্রায় হারিয়ে যেতে বসেছিল ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব। তবে দীর্ঘ বিরতি দিয়ে আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরল দলটি। আজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) পিডব্লুডি স্পোর্টস ক্লাবকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইয়ংমেনস । সে সুবাদেই লিগে ফের পা রাখল দলটি। 

২০১৭ সালে বিসিএলের শিরোপা জিতে প্রিমিয়ার লিগের টিকিট কেটেছিল এক সময়ের 'জায়ান্ট কিলার' ইয়ংমেনস। কিন্তু দুর্ভাগ্য! অর্থের অভাবে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল ক্লাবটি। ৭০ বছরের পুরোনো এ ক্লাব এবার ফের নাম লিখল প্রিমিয়ার লিগে।

পয়েন্ট টেবিলে সবার ওপরে থেকে মাঠে নেমেছিল ইয়ংমেনস। শিরোপা জিততে আজ সন্ধ্যায় পিডব্লুডির বিপক্ষে ম্যাচে ড্র করলেই হতো। ম্যাচের ষষ্ঠ মিনিটে ডালিম বর্মনের গোলে লিড নিয়েছিল ইয়ংমেনস। এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল ক্লাবটি। দ্বিতীয়ার্ধে বল মাঠে গড়াতেই পিডব্লুডিকে সমতাসূচক গোল এনে দেন জয়ন্ত লাল। ৭৯ মিনিটে ইয়ংমেনসকে জয়সূচক গোল এনে দিয়ে ম্যাচের নায়ক বনে যান ইরফান হোসেন।

লিগের টিকিট পেয়ে যারপরনাই খুশি ইয়ংমেনস। তবে চিন্তার ভাঁজ পড়েছে ক্লাবটির কর্তাদের কপালে। লিগের দল গড়ার অর্থ সংকটই দুশ্চিন্তার যত কারণ। দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাইনু অবশ্য দৃঢ় প্রতিজ্ঞ আর্থিক সমস্যা কাটিয়ে উঠার, ‘এবার আমরা যে খুব বড় বাজেটের দল নিয়ে বিসিএলে খেলেছি, ব্যাপারটা তা নয়। কিন্তু লিগ যত গড়িয়েছে, আমরা ভালো করেছি। শেষ পর্যন্ত ভালো লাগছে প্রিমিয়ারে যোগ্যতা অর্জন করে। তবে একই সঙ্গে ভাবনা হচ্ছে, প্রিমিয়ারের দলটা গঠন করব কীভাবে। অনেক টাকা লাগবে। তবে আমরা এবার প্রিমিয়ারে যে করেই হোক খেলব। অর্থ বাধা হবে না।’

২০১৯ সালে ক্যাসিনো-কাণ্ডে দীর্ঘদিন সিলগালা ছিল ইয়ংমেনস ক্লাব। ক্যাসিনো-কাণ্ডে ক্লাবের ইমেজ নষ্ট হয়েছে। মাইনু অকপটে স্বীকার করে নিলেন এটি, ‘ইয়ংমেনস মহল্লাভিত্তিক ক্লাব। এ ক্লাব চলে মহল্লার মানুষের টাকায়। কিন্তু ক্যাসিনো আমাদের ভাবমূর্তির ক্ষতি করেছে। সেটিই পুনরুদ্ধার করার চেষ্টা করছি। প্রিমিয়ারে যোগ্যতা অর্জন আমাদের সেই লক্ষ্যে বড় পদক্ষেপ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা