× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপে ফিরছেন না নারিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১৭:০৪ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪ ১৯:২২ পিএম

বিশ্বকাপে ফিরছেন না নারিন

বয়স কেবল একটি সংখ্যা! সেটি যদি মিথ্যা হয় তবে আইপিএলে ‘ইমপ্যাক্ট’ খেলোয়াড়ের তালিকায় শীর্ষস্থানটা হতো কেবল তরুণদের। সুনীল নারিন-জাসপ্রিত বুমরাহ কিংবা আন্দ্রে রাসেল—সেরা তিন ইমপ্যাক্ট খেলোয়াড়ের দুইজনের বয়স ৩৫ ঊর্ধ্ব। বয়স তুলনামূলক কম বুমরাহ’র। তাও ৩০ পেরিয়েছে। অথচ কী দাপট, কী তেজ বুড়োদের।

জাতীয় দল থেকে অবসর নেওয়ার পরও ‘ইমপ্যাক্ট’ পাওয়ারে  নতুন করে কেউ কেউ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায়। তাদের অন্যতম নারিন। সপ্তদশ আইপিএলে সেঞ্চুরি পেয়েছেন। আছে একাধিক হাফসেঞ্চুরি। ফলে দেশের মাটিতে হতে যাওয়া নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে নারিনকে দলে ফেরার অনুরোধ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল। তবে সেই কথা অল্পতেই থামিয়ে দিয়েছেন নারিন। জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরার দরজা চিরতরে বন্ধ।

২০১৯ সালের আগস্টে দেশের হয়ে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেন নারিন। পরবর্তীকালে ২০২৩ সালের নভেম্বরে দেশের জার্সি আলমারিতে তুলে রাখেন। মূলত আইপিএলে তার দৃষ্টিনন্দন পারফরম্যান্সের জন্যই ভক্ত-শুভাকাঙ্ক্ষিদের চাওয়া ফের তিনি যেন জাতীয় দলে ফিরেন। তবে এসবের কিছুই হবে না বলে স্রেফ জানিয়ে দিয়েছেন উইন্ডিজ অলরাউন্ডার। এক বিবৃতিতে নারিন বলেন, ‘আইপিএলে পারফরম্যান্সের কারণে অনেকেই চাচ্ছেন আমি যেন আবারও জাতীয় দলে ফিরি। তাদের এমন চাওয়াতে সত্যিই আমি খুশি এবং সম্মানবোধ করছি।’

নারিন আরো বলেন, ‘আমি তাদের সিদ্ধান্ত এবং চাওয়াকে সম্মান জানাই। তবে পুনরায় হতাশ হতে চাই না। সে দরজা পুরোপুরি বন্ধ। আমি দলকে সমর্থন দেব। ওয়েস্ট ইন্ডিজের হয়ে যারা বিশ্বকাপে লড়বে তাদের পাশে থাকবো। বিগত কয়েকমাস ছেলেরা কঠিন পরিশ্রম করছে। তারা আরেকটি টাইটেল জেতার ক্ষমতা রাখে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা