× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএলে স্বপ্রতিভ শরিফুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪ ২১:১১ পিএম

ডিপিএলে স্বপ্রতিভ শরিফুল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ডাক পেয়েছিলেন শরিফুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তি সে যাত্রায় দাড়ি পড়ে। শরিফুলের অবশ্য এসবে মন খারাপের বালাই নেই। শ্রীলঙ্কা সিরিজে চেষ্টা করেছেন। পরবর্তীকালে ঢাকা প্রিমিয়ার লিগকে পাখির চোখ করেছেন। এখন পর্যন্ত ৪ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ২২ বছর বয়সি পেসার। সবশেষ দুই ম্যাচে ছিলেন ম্যাচসেরা। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে সোমবার ২৭ রানে করেছেন ৩ শিকার।

মুস্তাফিজ আইপিএলে ছন্দে। ৬ ম্যাচে তুলেছেন ১১ উইকেট। তেমনি ডিপিএলে স্বপ্রতিভ শরিফুল। গতকাল ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই পেসার। তার কথোপকথনে উঠে আসে নিজের প্রচেষ্টা। ডিপিএলে খেলার পেছনের কারণ এবং মুস্তাফিজ প্রসঙ্গ। বাইশ গজের মতো সাংবাদিকদের সামনেও প্রাণবন্ত দেখা গেল শরিফুলকে। আবাহনীর এই পেসার বলেন, ‘ঈদের পর কোনো ম্যাচ নেই। দুয়েকটা ম্যাচ খেললে তা ফিটনেসের জন্য উপকারী। ব্যাপারটি কোচকে জানাই। তবে কোচ বলেছিলেন, বিশ্রামে থাকতে। কিন্তু আমি মনে করে অনুশীলনে থাকলে নিজের জন্যই ভালো।’

ভারতের টি-টোয়েন্টি লিগের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাওয়া হলে শরিফুল বলেন, ওখানে প্রত্যাশার চাপ দেশের খেলার চেয়ে কম। আইপিএলে মুস্তাফিজ ভাইয়ের প্রতিটি ম্যাচ দেখি। তার প্রতিটি বল দেখি। উনার সঙ্গে ম্যাচের পরদিন কথা হয়। আমার মনে হয় যে, বাংলাদেশের থেকে আইপিএলে মুস্তাফিজ ভাই ভালো উপভোগ করেন। কারণ ওখানে চাপটা খুব কম আর কী! বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে। হয়তো একটু খারাপ হলে অনেক চাপ পড়ে।’

তিনি বলেন, ‘মুস্তাফিজ ভাই তো (বাংলাদেশের হয়ে) ধারাবাহিক পারফর্ম করেছেন। সবশেষ দুয়েক ম্যাচে হয়তো আশানুরূপ করতে পারেননি। এখানে চাপ বলতে, সবার চাওয়া একটু বেশি থাকে, কারণ উনি তো কয়েক বছর খুব ভালো পারফর্ম করছিলেন। উনি ভালো করছেন। কিন্তু সবার চাওয়া অনুযায়ী হয়তো দুয়েকটা ম্যাচ করতে পারেননি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা