× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ মিলান ডার্বি জিতলেই শিরোপা পাবে ইন্টার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪ ১৭:০৬ পিএম

সান সিরোয় মিলান ডার্বি ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে। ছবি : সংগৃহীত

সান সিরোয় মিলান ডার্বি ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে। ছবি : সংগৃহীত

ইতালিয়ান সিরি’আ-তে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ইন্টার মিলান। নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান ঠিক তার পরের স্থানে। টেবিলের পাশাপাশি অবস্থান শুনে মনে হতে পারেই পারে লিগ শিরোপায় প্রতিদ্বন্দ্বিতা করছে দল দুটি। তবে বাস্তবতা হলো লিগের শেষ ভাগে এসেও দাপট একমাত্র ইন্টারের। ৩২ রাউন্ড শেষে নেরাজ্জুরিরা এগিয়ে ১৪ পয়েন্টে। যে কারণে আজকের ম্যাচে রোজোনারিদের বিপক্ষে জিতলেই শিরোপা উল্লাস করবে ইন্টার।

সান সিরোয় মিলান ডার্বি ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে। লিগ শিরোপায় পিছিয়ে গেলেও মর্যাদার লড়াইয়ে ছাড় দেবে না এসি মিলান, সেটি তো বলাই যায়। যদিও সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ পাঁচ দেখায় শতভাগ হতাশ হয়েছে এসি মিলান। পাঁচ পরাজয়ের ম্যাচে সবচেয়ে বাজে দিক হচ্ছে চারবারই ইন্টারের জালে বল পাঠাতে পারেনি স্টেফানো পিওলির শিষ্যরা। এক গোলের বিপরীতে দলটি গোল হজম করেছে ১২টি। যে কারণে এই ম্যাচেও ফেভারিট তকমা থাকছে ইন্টারের নামের পাশে।

এর আগে জুভেন্টাসের এক দশকের আধিপত্যের অবসান ঘটিয়েছিল ইন্টার মিলান। এরপর একবার শিরোপা গিয়েছে এসি মিলানে। মাঝে নাপোলির ঘরে গিয়েছে গত আসরের লিগ শিরোপা। সোমবার রাতে আবার ইন্টারের সামনে সুযোগ আছে সেই শিরোপা পুনরুদ্ধারের। সিরি-আ লিগে ইন্টার মিলান ও এসি মিলান উভয়ই সমান ১৯টি করে লিগ শিরোপা জিতেছে। আজ ২০তম লিগ শিরোপা জয়ের হাতছানি ইন্টারের সামনে।

চলতি লিগে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইন্টার। নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান ৬৯ পয়েন্ট। আজ রাতে জিতলে ৩৩ ম্যাচে ৮৬ পয়েন্ট হয়ে যাবে ইন্টারের। তখন এসি মিলানকে ১৭ পয়েন্টে পেছনে ফেলবে নেরাজ্জুরিরা। শেষে পাঁচ ম্যাচে ইন্টারকে পেছনে ফেলা সম্ভব হবে না এসি মিলানের জন্য। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা