× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবরের ধীরগতির ব্যাটিংয়ে ডুবল পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪ ১৬:৫৬ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৪ ১৯:০৩ পিএম

বাবরের ধীরগতির ব্যাটিংয়ে ডুবল পাকিস্তান

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটি বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয়টিতে জয় পায় পাকিস্তান। তৃতীয় ম্যাচে সমতায় ফেরে নিউজিল্যান্ড। গতকাল রবিবার স্বাগতিকদের বিপক্ষে ৭ উইকেটে জয়  পেয়েছে সফরকারীরা কিউইরা।

পাকিস্তানের ব্যর্থতার রাতে প্রশ্নবিদ্ধ হয়েছে বাবর আজমের ধীরগতির ব্যাটিং। ২৯ বলে ৩৭ রান করেন অধিনায়ক। উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগ পর্যন্ত ২১ বলে করেন ২২ রান। ফলে রাওয়ালপিন্ডির ব্যাটিং প্রসবা উইকেটে ১৭৮ রান করেও হার দেখতে হয় স্বাগতিকদের। মূলত কিউই হার্ডহিটার মার্ক চ্যাপম্যানের ৪২ বলে ৮৭ রানের অপরাজিত ঝড়ো ইনিংসের কাছে হারে  বাবররা। 

ব্যর্থতার কারণ হিসেবে অবশ্য রান ঘাটতির ব্যাপারটি সামনে এনেছেন বাবর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানি ব্যাটার বলেছেন, ‘অন্তত দশটা রান বেশি হলে ফল অন্যরকম হতে পারত। রিজওয়ানের ইনজুরিতে দুর্ভাগ্যক্রমে আমরা পিছিয়ে পড়ি। তবে সাদাব সেটি পুষিয়ে দেন।’

বাবর ১০ রান কমতির কথা বললেও দলটির প্রধান কোচ আজহার মাহমুদ মনে করেন, ‘১৫-২০ রান কমতি ছিল। আমরা ভালো শুরু করেছিলাম। ছয় ওভারে আমাদের সংগ্রহ ছিল ৫৪ রান। যা সত্যিই অসাধারণ। শেষের দিকে সাদাব খানের ইনিংসের প্রশংসা করতে হয়। তবে মিডলে আসল চাপটা আসে। মিডলের ব্যাটাররা খুবই ধীরগতির ছিল।’

দারুণ শুরুর পর মন্থর হয়ে পড়া রানে নতুন প্রাণ দেন শাদাব। ২০ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস খেলেন এই অলরাউন্ডার। নিজের ইনিংস নিয়ে সাদাব বলেন, ‘পিএসএলে আমি ওয়ানডাউন এবং টু ডাউনে ব্যাটিং করেছি। এখানে ব্যাটিংয়ে স্বস্তিবোধ করি। তবে ব্যাটিং অর্ডার পরিবর্তনে আমার অসুবিধা হয় না। মূলত দ্রুত রান তোলার দিকেই চোখ আমার।’ 

শাদাব মনে করেন,  টি-টোয়েন্টির যুগে আপনাকে মাঝে মাঝে কার্যকরী ইনিংস খেলতে হয়। টি-টোয়েন্টি ক্রিকেটে রান তোলা আহামরি নয়। তবে কার্যকরী ইনিংস খেলতে পারাটাই বড়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা