× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রীড়ামন্ত্রীর কাছে বিচার চাইল মোহামেডান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ২২:১৯ পিএম

সংবাদ সম্মেলনে মোহামেডানের কর্মকর্তারা

সংবাদ সম্মেলনে মোহামেডানের কর্মকর্তারা

হকিতে হাতাহাতি, মারামারি, বিতর্ক, বয়কট, হুমকি যেন নিত্যদিনের ঘটনা। বাংলাদেশে হকির খেলা হবে, আর তাতে কোনো ঝামেলা হবে না, তা কী করে হয়! এবারের প্রিমিয়ার হকি লিগে এসব কাণ্ডের কোনো কমতি ছিল না। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ না খেলার হুমকি আর ম্যাচ বয়কটের সিদ্ধান্ত যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। এ নিয়ে দেশের হকি অঙ্গনে চলছে এখন চরম উত্তেজনা।

যার শুরুটা হয়েছিল রাসেল মাহমুদ জিমির তিন হলুদ কার্ড ইস্যুতে। ক্যাপ্টেন নিষিদ্ধ হওয়ায় আবাহনীর বিপক্ষে না খেলার হুমকি দিয়েছিল মোহামেডান। শেষমেশ ম্যাচ বয়কটের সেই সিদ্ধান্ত থেকে অবশ্য সরে দাঁড়িয়েছিল মোহামেডান। দলের প্রাণভোমরাকে ছাড়াই শুক্রবার খেলতে নেমেছিল তারা। কিন্তু সেই ম্যাচে ফের গোলযোগ বেধে যায়। এবার সমস্যাটা তৈরি হয় লাল কার্ড নিয়ে। ৩-২ গোলে এগিয়ে থাকলেও খেলার মাঝপথে ম্যাচ খেলবে না বলে সাফ জানিয়ে দেয় সাদা-কালোরা। ম্যাচের ১৭ মিনিট বাকি থাকতেই টার্ফে শুরু হয়ে যায় ঝামেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খেলোয়াড়দের মধ্যে শুরু হয়ে যায় মারামারি।

ভিডিও রিপ্লে না দেখে মোহামেডানের দ্বীন ইসলাম ও তানভীর সিয়াম এবং আবাহনীর নাঈমকে লাল কার্ড দেন আম্পায়াররা। এমন অভিযোগই করেছিলেন মোহামেডানের ম্যানেজার আরিফুল হক। আর হলুদ কার্ড দেখানো হয় মোহামেডানের মালয়েশিয়ান খেলোয়াড় জুল পিদাউস মিজুন ও আবাহনীর ইউসুফ আফফানকে। মারামারির ঘটনায় লাল কার্ড দেখেন আবাহনীর মোহাম্মদ নাঈমুদ্দিনও। কার্ড দেখানোর এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ম্যাচের বাকি সময়টা খেলেনি মোহামেডান। আধা ঘণ্টা অপেক্ষা শেষে শেষ বাঁশি বাজিয়ে দেন আম্পায়াররা। বাইলজ অনুযায়ী আবাহনী জিতে যায় ৫-০ গোলে। 

এসব নিয়েই নিজেদের ক্লাবে সংবাদ সম্মলেন করে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপ চেয়েছেন মোহামেডানের কর্মকর্তারা। মোহামেডানের ডিরেক্টর ইন চার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন কাজী ফিরোজ রশিদ এ ব্যাপারে বলেন, ‘খেলায় হার-জিত থাকবেই। মাঠের খেলায় কেউ জিতবে, কেউ হারবে। কিন্তু আমরা তো হকিতে কোনো ন্যায়বিচারই পাচ্ছি না। এখানে খেলে কী লাভ। আমরা পুরো ঘটনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি। মন্ত্রী মহোদয়ের কাছে বিচার চাচ্ছি।’

আম্পায়াররা কার্ড দেখানোর ক্ষেত্রে নিরপেক্ষতার পরিচয় দিতে পারেননি। সেই অভিযোগ তোলেন মোহামেডানের হকি কমিটির সদস্য প্রতাপ শঙ্কর হাজরা, ‘সেদিন আম্পায়াররা যদি নিরপেক্ষভাবে কার্ডের সিদ্ধান্ত নিতেন, তাহলে তো আবাহনীর পুষ্কর খীসা মিমোরও লাল কার্ড দেখার কথা। কিন্তু তাকে তো লাল কার্ড দেখানো হয়নি।’

প্রতাপ শঙ্কর হাজরা হকি খেলা ধ্বংস হওয়ার আশঙ্কাও করেন, ‘মন্ত্রী এবং মন্ত্রণালয়ের হস্তক্ষেপ প্রয়োজন। নিরপেক্ষ ব্যক্তির মাধ্যমে ফেডারেশন পরিচালনা করা উচিত। না হলে হকির সামনে মৃত্যু ঘটবে।’

বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) বিরুদ্ধে বাইলজ ভঙ্গেরও অভিযোগ করেন সাবেক হকি খেলোয়াড় শঙ্কর হাজরা, ‘হকি ফেডারেশন বাইলজের কথা বলছে, এবারের লিগেই দুটি ম্যাচে বাইলজ পরিপন্থি ঘটনা ঘটেছে। আজাদ-বাংলাদেশ স্পোর্টিং ম্যাচে গোলযোগের কারণে ম্যাচের ১২ মিনিট বাকি থাকতে খেলা বন্ধ হয়ে গিয়েছিল। সেই ১২ মিনিট পরদিন অনুষ্ঠিত হয়েছে। তারও আগে অ্যাজাক্স ও বাংলাদেশ স্পোর্টিং ম্যাচে একটি গোলকে কেন্দ্র করে দুই দল খেলতে অস্বীকৃতি জানালে সেই ম্যাচের বাকি অংশও পরদিন অনুষ্ঠিত হয়েছে। আবাহনী-মোহামেডান ম্যাচে আরেকরকম কেন হবে?’

মোহামেডানের লিখিত বক্তব্য তুলে ধরে সংবাদ সম্মেলনে কাজী ফিরোজ রশিদ ভিডিও রেফারেল না দেখে কার্ড দেখানোয় আম্পায়ারদের কাঠগড়ায় দাঁড় করান, ‘মারামারির ঘটনার পর দুই আম্পায়ার ভিডিও রেফারেল দেখে কার্ডের সিদ্ধান্ত নেননি। আম্পায়ারদের দুবার ওয়াকিটকিতে কথা বলতে দেখা যায়। এরপরই মোহামেডানের দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। অথচ আমরা ভিডিও রেফারেল ব্যবহার করে ঘটনা পর্যালোচনা করতে বলেছিলাম। আম্পায়াররা আমাদের কথা শোনেননি।’

মোহামেডানের ম্যাচের বাকি ১৭ মিনিট না খেলার পক্ষে যুক্তি তুলে ধরেন প্রতাপ শঙ্কর হাজরা, ‘আমাদের দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়েছে, আবাহনীর একজন। আমাদের একজনকে হলুদ কার্ডও দেখানো হয়। দুই খেলোয়াড়কে ছাড়া খেলাটা সম্ভব ছিল না, তা ছাড়া, আমরা ভিডিও রেফারেলের দাবি করেছিলাম, সেটিও শোনা হয়নি। এই ম্যাচ খেলার তো কোনো মানে নেই।’

শুক্রবারের ম্যাচটি জিতলেই চ্যাম্পিয়ন হতো মোহামেডান। কিন্তু বিতর্ক ছড়ানো ম্যাচে জিতে যায় আবাহনী। এ কারণে লিগে মেরিনার্স ও আবাহনীর পুঁজি সমান ৩৭ পয়েন্ট। বাইলজ অনুযায়ী শিরোপা নির্ধারণ হবে প্লে-অফ ম্যাচের মাধ্যমে। তবে গতকাল ম্যাচটি হওয়ার কথা থাকলেও তা খেলতে অস্বীকৃতি জানিয়ে ফেডারেশনকে চিঠি দেয় আবাহনী ও মেরিনার্স।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা