× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্নাব্যুতে এল ক্লাসিকোর উত্তাপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ১৮:৩৪ পিএম

এল ক্লাসিকোর আগে মাঠের অনুশীলনে রিয়াল মাদ্রিদ (বাঁয়ে) ও বার্সেলোনার ফুটবলাররা

এল ক্লাসিকোর আগে মাঠের অনুশীলনে রিয়াল মাদ্রিদ (বাঁয়ে) ও বার্সেলোনার ফুটবলাররা

এল ক্লাসিকো মানেই বাড়তি উন্মাদনা আর রোমাঞ্চ। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের লড়াই এলেই উত্তেজনা আর উত্তাপের পারদ থাকে ঊর্ধ্বমুখী। প্রতি মৌসুমে ফুটবলপ্রেমীরা এই মহারণের জন্য চাতক পাখির মতো অপেক্ষায় থাকেন। আজ রাত ১টায় সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের আতিথ্য নেবে বার্সেলোনা। শক্তি, সামর্থ্য আর ছন্দে ব্যবধান হয়তো আছে দুদলে। তবে এ ম্যাচে কোনো দলই ফেভারিট নয়। স্নায়ুচাপ সামলে যারা দুর্দান্ত খেলবে, জয় হাসি হাসবে তারাই। 

চলতি মৌসুমের শেষ ‘এল ক্লাসিকো’ খেলতে মাঠে নামছে দুই স্প্যানিশ জায়ান্ট। ৩১ ম্যাচ শেষে ৭৮ পয়েন্ট নিয়ে লা লিগায় রিয়াল আছে পয়েন্ট তালিকার শীর্ষে। সেদিক থেকে বেশ পিছিয়ে থেকেই শিরোপা ধরে রাখতে নামছে বার্সেলোনা। লিগে রিয়ালের চেয়ে পিছিয়ে আছে ৮ পয়েন্টে। লিগ শিরোপা জয়ের লড়াইয়ে এখনও টিকে আছে বার্সেলোনা। স্প্যানিশ লিগে দুদলের এখনও ৭ ম্যাচ বাকি। আজকের এল ক্লাসিকো তাই তাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। 

এখন এল ক্লাসিকোর সেই উন্মাদনায় অনেকটাই ভাটা পড়েছে। ক্রীড়ামোদী থেকে ফুটবল বিশেষজ্ঞ, সবার সঙ্গে এ ব্যাপারে একমত রিয়াল মাদ্রিদের সাবেক তারকা মেসুত ওজিল। এখন এল ক্লাসিকো থেকে ইংলিশ ফুটবলের ডার্বিগুলো নিয়ে ফুটবল অনুরাগীদের আগ্রহ বেশি। আর এমনটার জন্য ওজিল দায়ী করছেন বার্সেলোনাকে।

মাঝমাঠের সাবেক জার্মান তারকা প্লেমেকার ওজিল বলেন, ‘এই মুহূর্তে এটি (এল ক্লাসিকো) বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ। দুর্ভাগ্য আমাদের, পেপের আমলের বার্সা ছিল ইতিহাসের অন্যতম সেরা দল। তখন এল ক্লাসিকোর মান ছিল অন্য পর্যায়ে, যা এখনকার তুলনায় ভিন্ন ছিল।’

ফুটবল প্রেমীরা এখন এল ক্লাসিকো রেখে ঝুঁকে পড়েছে লিভারপুল-সিটি কিংবা প্রিমিয়ার লিগের ম্যাচের দিকে। এল ক্লাসিকোতে আগ্রহ কমে যাওয়া নিয়ে নিয়ে ওজিল বলেন, ‘রিয়াল মাদ্রিদের দোষ নেই। রিয়াল এখনও বিশ্বের অন্যতম সেরা ক্লাব। সমস্যা হলো বার্সেলোনাকে নিয়ে, তারা নিজেদের যেন হারিয়ে ফেলছে। তারা ভুগছে নিয়মিত তবে তারা চেষ্টা করছে ভালো করার।’

এল ক্লাসিকোর পুরনো জৌলুস ফেরানোর জন্য বার্সেলোনাকে রেফারিদের নিয়ে অভিযোগ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন ওজিল। সঙ্গে তাদের ভুল শুধরানোরও তাগিদ দিয়েছেন, ‘তাদের (বার্সেলোনা) সব পজিশনেই ভালো খেলোয়াড় আছে। কিন্তু তাদের ইনজুরি সমস্যাও বেশ ভোগাচ্ছে এই মৌসুমে। তাদের নিজেদের ভুলগুলো দেখা উচিত। আর সব সময় রেফারি নিয়ে কান্না করা বন্ধ করা উচিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা