× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্সা সমর্থকদের কাণ্ডে হতবাক ক্যানসেলো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ১৮:১৮ পিএম

জোয়াও ক্যানসেলো

জোয়াও ক্যানসেলো

বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে। পিএসজির কাছে ৪-১ গোলের হারে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে কাতালানরা। সেই কষ্টে অনেকে গ্যালারিতে হাউমাউ করে কেঁদেছেন। আবার মাঠের পারফরম্যান্সে হতাশ হয়ে ক্ষোভও ঝেরেছেন সমর্থকরা। 

বার্সার অনেক ভক্ত তো এতটাই ক্ষুব্ধ যে, সামাজিক যোগাযোগমাধ্যমে সীমা ছাড়িয়ে গেছেন রীতিমতো। জোয়াও ক্যানসেলোর প্রতি আক্রমণাত্মক কথাবার্তাই বলেছেন। বার্সার নকআউটের জন্য এ পর্তুগিজ ফুলব্যাককে বলির পাঁঠা বানিয়ে ছেড়েছেন দলের একাংশ সমর্থক।

ম্যাচের ৫৯ মিনিটে উসমান দেম্বেলেকে বক্সে বাজেভাবে ট্যাকল করেছিলেন ক্যানসেলো। তাতে রেফারি দেন পেনাল্টির বাঁশি। সুযোগটা কাজে লাগিয়ে পিএসজিকে ৩-১ ব্যবধানে লিড এনে দেন কিলিয়ান এমবাপে। পরে আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি বার্সা। ক্ষুব্ধ সমর্থকরা ম্যাচ শেষে ক্যানসেলোকে বাজে ভাষায় গালিগালাজ করেন। ব্যাপারটা এখানেই শেষ নয়। তার অনাগত কন্যাসন্তানের মৃত্যুও কামনা করেন ক্লাব অনুসারীরা।

বার্সেলোনার সামনে আজ মিশন ‘এল ক্লাসিকো’। সান্তিয়াগো বার্নাব্যুতে চিরশত্রু রিয়ালের বিপক্ষে মৌসুমের শেষ এল ক্লাসিকো নিয়ে ইএসপিএনকে সাক্ষাৎকার দিয়েছেন ক্যানসেলো। সেখানেই ইনস্টাগ্রামে সমর্থকদের হুমকি দেওয়ার খবর জানিয়েছেন ২৯ বছরের ডিফেন্ডার।

সমর্থকদের নিষ্ঠুর আচরণে ক্যানসেলো যেন নির্বাক। বলেন, ‘লোকেরা যাচ্ছেতাই লিখেছে। ইনস্টাগ্রামে এমনও মন্তব্য দেখেছি, যেখানে আমার মেয়ের মৃত্যু কামনা করেছে। অথচ ওর এখনও জন্মই হয়নি। তারা কথাগুলো আমার সামনে এসে বলতে পারবে না। কারণ, তারা জানে এতে ঝামেলা হবে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে যা মন চায়, সেটাই লিখতে পারে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা