× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউজিল্যান্ড সিরিজ শেষ আজম খানের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪ ২২:৩১ পিএম

নিউজিল্যান্ড সিরিজ শেষ আজম খানের

ব্যাটিং অনুশীলনের সময় ইনজুরিতে পড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার আজম খান। ডান হাতের পেশীতে টান পড়ায় ঘরের মাঠে চলমান সিরিজ থেকে ছিটকে গেলেন এই ব্যাটার। রেডিওলজি রিপোর্টে চোটের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজমকে দশদিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজম এখন পাকিস্তানের স্কোয়াড থেকে সরে যাচ্ছেন এবং লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে যুক্ত হবেন। সেখানে পিসিবির মেডিক্যাল টিমের অধীনে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন’। বিবৃতিতে আরও বলা হয়েছে, সমস্যাটি প্রথম লক্ষ্য করা হয়েছিল যখন আজম গত বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টির আগে অনুশীলন করছিলেন, যা মাত্র দুই বল মাঠে গড়ানোর পর পরিত্যক্ত হয়ে গিয়েছিল।    

পাকিস্তানের জার্সিতে এখন পর্যন্ত ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আজম খান, যার সবশেষটি ছিল গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। কিন্তু হার্ডহিটার এই ব্যাটসম্যান ৭ ইনিংসে ব্যাট করে ঝুলিতে মাত্র ২৯ রান পুরতে পেরেছিলেন, যেখানে তার সর্বোচ্চ স্কোর ১০। বাকি দুই ফরম্যাটে এখনো পাকিস্তানের জার্সি গায়ে জড়ানো হয়নি তার। তবে সবশেষ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে আজম ১০ ইনিংসে ১৭১ স্ট্রাইক রেটে ২২৬ রান করে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এর আগে ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সবশেষ আসরেও ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন আজম। যেখানে তিনি চ্যাম্পিয়ন গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে ১৫৫.৫৫ স্ট্রাইক রেটে ১২ ইনিংসে ২২৪ রান করেছিলেন। যার ফলে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে পাকিস্তানের স্কোয়াডে বিবেচনায় রাখা হয়েছে। এদিকে সম্প্রতি অবসর ভেঙে পাকিস্তান দলে ফিরেছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও পেসার মোহম্মদ আমির।

আগামী ২৭শে এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাবর আজমের দল। যার তিনটি আয়ারল্যান্ডে এবং চারটি ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। এরপর বিশ্বকাপ অভিযানে যাবে ম্যান ইন গ্রিনরা।   

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা