× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হকির শিরোপা নিষ্পত্তি কবে?

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪ ২১:২১ পিএম

এগিয়ে থাকার পর অসন্তুষ্টি নিয়ে মাঠ থেকে বেরিয়ে যায় মোহামেডানের হকি খেলোয়াড়রা। শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রবা ফটো

এগিয়ে থাকার পর অসন্তুষ্টি নিয়ে মাঠ থেকে বেরিয়ে যায় মোহামেডানের হকি খেলোয়াড়রা। শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রবা ফটো

অলিখিত ফাইনালের আগে অনেক নাটকই হলো। সেসব পাশে রেখে খেলার দিন শুক্রবার হুমকির সিদ্ধান্ত থেকে সরে আসে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারপর মাঠের আগুনে লড়াইয়ের শুরুতে দাপট দেখায় আবাহনী লিমিটেড। প্রথম দুই কোয়ার্টারে লিড নেয় জোড়া গোলের। অদম্য মোহামেডান ফেরে তৃতীয় কোয়ার্টারে; ১২ মিনিটের তাণ্ডবে এগিয়ে যায় ৩-২ ব্যবধানে। কিন্তু এরপরই হকি মাঠের ‘পরিচিত’ দৃশ্য সামনে আসে। খেলা ভুলে মারামারিতে জড়িয়ে পড়ে দুই দল। তিন লাল কার্ড আর জোড়া হলুদ কার্ডেও মীমাংসা হলো না। আম্পায়ারের সিদ্ধান্তে অস্বীকৃতি জানিয়ে মাঠ ছাড়ল মোহামেডান। ‘রিফিউজ টু প্লে’ হিসেবে আবাহনীকে জয়ী ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। এই ম্যাচের মীমাংসা না হয় এভাবে করা গেল, কিন্তু হকি লিগের শিরোপা নিষ্পত্তি কবে? প্রশ্নটা ঘুরছে এখন হকিপাড়া ছাপিয়ে সমর্থকদের মনেও।

বাইলজ অনুযায়ী আজই মেরিনার ইয়াংস ক্লাবের বিপক্ষে আবাহনীর প্লে অফ হওয়ার কথা। যে ম্যাচ দিয়েই হওয়ার কথা শিরোপার নিষ্পত্তি। তবে গতকাল শনিবার দুই ক্লাবই ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা আজ খেলতে পারবে না! জানা যায়, দুটি ক্লাবের ৬ জন খেলোয়াড় আজই বিমানবাহিনীর হয়ে ভারত সফরে যাচ্ছেন। ১ মে তারা ফিরে এলে ম্যাচটি তখন খেলতে আপত্তি নেই দুই ক্লাবের। এ বিষয়ে আবাহনীর একজন কর্মকর্তা বলেন, ‘আমরা কিন্তু বিদেশি খেলোয়াড়দের ছাড়িনি। আমাদের কিছু খেলোয়াড় ভারতে যাচ্ছেন, তারা ফিরলে এবং ফেডারেশন প্লে অফ ম্যাচ আয়োজন করলে আমাদের খেলতে কোনো আপত্তি নেই। আমরা বাইলজ মেনেই সবকিছুতে অংশগ্রহণ করতে রাজি।’ এদিকে মেরিনার্সের বিদেশি খেলোয়াড়রা পূর্বনির্ধারিত সূচি মেনে দেশ ছেড়েছেন। চলমান লিগের এবং দলটির সর্বোচ্চ গোলস্কোরার সোহানুর রহমান সবুজও বিমানবাহিনীর হয়ে ভারতে যাচ্ছেন। যে কারণে চাইলেও এখনই তাদের প্লে অফ ম্যাচে অংশগ্রহণ করা সম্ভব নয়। ক্লাবের সূত্রে জানা গেছে, ম্যাচ বাতিল করে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হলেও তাদের আপত্তি নেই। তবে ১ মের পর তারা বাইলজ অনুযায়ী খেলতে রাজি আছে।

এর আগে ম্যাচ বয়কট করে ফেডারেশন ও ওমানের আম্পায়ার হুসাইন আল হুসাইনিকে কাঠগড়ায় তুলেছিল মোহামেডান। যদিও আম্পায়ার নিজের কাঁধে দোষ নেননি। তিনি দাবি করেছেন আন্তর্জাতিক হকি নিয়ম মেনে এবং ভিডিও রেফারির সহায়তা নিয়েই মোহামেডানের দুই খেলোয়াড়কে এবং আবাহনীর এক খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়েছেন। মারামারির সময় মোহামেডানের টেন্টের খেলোয়াড়রা মারামারিতে যোগ দেওয়াটা তার কাছে বড় অন্যায় মনে হয়েছে বলেও জানিয়েছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা