× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবরকে পরামর্শ মিসবাহর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪ ২১:১৮ পিএম

বাবরের নেতৃত্বে উন্নতির জন্য তিনটি পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক; ফাইল ছবি

বাবরের নেতৃত্বে উন্নতির জন্য তিনটি পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক; ফাইল ছবি

গত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তানের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর আজম। তবে চার মাসের ব্যবধানে ফের পাকিস্তানের নেতৃত্বে ফিরেছেন তিনি। গত শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তার নতুন পথচলা শুরু হয়েছে। এবার বাবরের নেতৃত্বে উন্নতির জন্য তিনটি পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ উল হক।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে মিসবাহ বলেন, ‘অভিজ্ঞতা সব সময় অধিনায়কত্বের উন্নতি ঘটায়। আর সব সময়ই উন্নতির জায়গা থাকে। বাবরকে কৌশলগতভাবে আরও শক্তিশালী হতে হবে। অতীতে তার যে ভুলগুলো চোখে পড়েছে, সেখানে কৌশলগতভাবে তাকে উন্নতি করতে হবে।’

নিউজিল্যান্ড সিরিজের আগে সংবাদ সম্মেলনে দলের ভেতরে সম্পর্কের টানাপড়েনের গুঞ্জন উড়িয়ে দেন বাবর। বাবর জানান, পাকিস্তান দলে কেউ ব্যক্তিগত সাফল্য নিয়ে ভাবেন না। উড়িয়ে দিয়েছেন শাহীনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন। দল নিয়ে বাবরের এই মনোভাবের প্রশংসাও করেছেন মিসবাহ। একই সঙ্গে জোর দিয়েছেন কৌশলগত উন্নতিতে, ‘বিশ্বকাপের আগে পুরো দলকে একীভূত করে, খেলোয়াড়দের সমর্থন দিয়ে বাবর ভালো করেছে। বাবরের সঠিক কারণে খেলোয়াড়দের পাশে দাঁড়ানো দরকার, ভুল কারণে নয়। এটা বাবরকে শিখতে হবে। দ্বিতীয়ত, কৌশলের দিক থেকে অধিনায়ক হিসেবে তাকে উন্নতি করতে হবে।’

যোগ করেন, ‘সর্বশেষ সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমি সব সময় বলি, উদাহরণ তৈরি করো। পারফরম্যান্স, ফিটনেস সবকিছু দিয়ে নিজে উদাহরণ তৈরি করে অন্যকে করার জন্য বলতে হবে। যখন আপনি এটা করবেন, তখন উন্নতি হবে।’

২০১৯ সালে প্রথমবার পাকিস্তান দলের অধিনায়কত্ব পেয়েছিলেন বাবর। এ পর্যন্ত ৭২ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন বাবর, তার ৪২টিতে জিতেছে পাকিস্তান। ওয়ানডেতে ৪৩ ম্যাচের ২৬টিতে পাকিস্তানকে জয় এনে দিয়েছেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে শিরোপা জেতাতে পারেন কি না সেটাই এখন দেখার বিষয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা