× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হতাশ করলেন মুস্তাফিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪ ১৯:২৪ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৪ ১৯:৩৪ পিএম

লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে হারের ম্যাচে ৪৩ রান খরচায় ১ উইকেট শিকার করেন মুস্তাফিজ; ছবি : সংগৃহীত

লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে হারের ম্যাচে ৪৩ রান খরচায় ১ উইকেট শিকার করেন মুস্তাফিজ; ছবি : সংগৃহীত

এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি পেসার মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে টুর্নামেন্টের শুরুর দিকে বেশ দারুণ ছন্দে ছিলেন কাটার মাস্টার। একসময় সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের স্বীকৃতি হিসেবে ‘পার্পেল’ ক্যাপের মালিক ছিলেন এই বাঁহাতি পেসার। তবে এখন অনেকটা পিছিয়ে পড়েছেন মুস্তাফিজ। তাই বাংলাদেশি এই পেসারের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন ক্রিকেটবোদ্ধারা।

সবশেষ ম্যাচে লখনউর সুপার জায়ান্টসের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে চেন্নাই। এই ম্যাচে ৪৩ রান খরচায় ১ উইকেট শিকার করেন মুস্তাফিজ। ফিজের বোলিং বিশ্লেষণে ভারতের ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলেন, ‘আমার মনে হয়েছিল, এই উইকেটে ফিজ দুর্দান্ত বোলিং করবে। আমি জানি না উইকেটের ব্যাপারটা কি ছিল। তবে দেখে মনে হয়েছে পরের দিকে ব্যাটিং করাটা সহজ হয়ে গিয়েছিল।’

এদিন অবশ্য লখনউর ব্যাটিং লাইনআপে কোনো পরীক্ষাই নিতে পারেননি চেন্নাইয়ের বোলাররা। তাই দলটির বোলারদের বেশ সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডি, ‘মুস্তাফিজুর, দেশপান্ডে, জাদেজা তারা সবাই ওভারপ্রতি দশের বেশি রান দিয়েছেন। এমন বোলারদের কাছে আপনি কখনোই এমনটা প্রত্যাশা করবেন না। এটা চেন্নাইয়ের জন্য অপ্রত্যাশিত ছিল।

অবশ্য মুস্তাফিজের প্রচেষ্টার প্রশংসা করেছেন সাবেক অজি উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট, ‘আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন ফিজ খুব ভালোভাবে স্লোয়ারের চেষ্টা করেছেন। চেন্নাইয়ে আমরা দেখেছি এগুলো কাজে দিয়েছে। কিন্তু এখানে কাজে আসেনি।’

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা