× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমরুলের ভাবনায় নেই জাতীয় দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ২০:১৭ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪ ২০:৪৮ পিএম

ইমরুলের ভাবনায় নেই জাতীয় দল; ফাইল ছবি

ইমরুলের ভাবনায় নেই জাতীয় দল; ফাইল ছবি

সবশেষ বিপিএলটা ভালো কাটেনি ইমরুল কায়েসের। শুরুর তিন ম্যাচে ব্যাট হাতে দাপট দেখালেও ইনজুরির কারণে পরে ছন্দপতন ঘটে বাঁহাতি এই ব্যাটারের। সেই চোট কাটিয়ে ডিপিএল দিয়ে মাঠে ফেরেন ইমরুল। শুরুর দিকে একটি সেঞ্চুরিও করেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই অধিনায়ক। এরপর আবার নিজেকে হারিয়ে খুঁজছিলেন তিনি। সবশেষ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচে ৭১ বলে খেলেছেন অপরাজিত ৯২ রানের ঝোড়ো ইনিংস। কিন্তু ৩৭ বছর বয়সি এই ব্যাটার জানালেন, জাতীয় দলে ফেরার ভাবনা নেই তার।

শুক্রবার (১৯ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলে প্রথম রাউন্ডের খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ইমরুল। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, তিনি কি জাতীয় দলে ফেরার জন্য নিজেকে শেষবারের মতো প্রস্তুত করছেন? এমন প্রশ্নের জবাবে কৌশলি ইমরুল বলেন, ‘এখানে খেলছি, এখানে খেলতে দিন না। এখানেই খেলি। জাতীয় দল পরে দেখা যাবে। (ডিপিএলে মাঝখানে ছন্দ হারানো নিয়ে) ক্রিকেটে ক্যারিয়ারই এমন, সব সময় ভালো খেলবেন না, উত্থান-পতন থাকবে। একটা বিরতির পর সব নতুন করে শুরু করতে পেরেছি। নতুন করে ব্যাটিং নিয়ে কাজ করেছি।’

প্রিমিয়ার লিগের মান নিয়ে মোহামেডানের অধিনায়ক বলেন, ‘বাংলাদেশে ডিপিএলের ওপরে কোনো লিগ নেই। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হয়, ভালো ভালো বোলার থাকে, স্পিনার থাকে। তাদের মোকাবিলা করে আপনাকে রান করতে হবে। স্কিলফুল ব্যাটার থাকে, বোলাররাও সেই চ্যালেঞ্জ নেয়। যখন বিদেশিরা খেলত ওরাও বলেছে প্রিমিয়ার ডিভিশনে অনেক ভালো ক্রিকেট হয়।’ 

লিগের প্রথম রাউন্ডে ১১ ম্যাচে ৮ জয়ে পয়েন্ট তালিকায় তিনে আছে মোহামেডান। দলে ইমরুলের সঙ্গী হিসেবে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজের মতো জাতীয় দলের ক্রিকেটার। রাউন্ড রবিন লিগে অধিনায়কত্ব করলেও এবার কায়েসের চাওয়া, সুপার লিগের ৫ ম্যাচে দায়িত্ব নিক অন্য কেউ, ‘অধিনায়কের কাজ দলকে গুছিয়ে রাখা। খেলতে হয় খেলোয়াড়দের, অধিনায়ক একা খেলে দেয় না। আমি প্রথমে রিয়াদ ভাইকে বলেছিলাম অধিনায়কত্ব করেন। আজও বলেছি সুপার লিগে আরেকজন করুক। আমি চাই মিরাজ করুক। এখান থেকে শিখুক। জাতীয় দলে গিয়ে যেন সহজ হয়, মুখস্থ থাকে। আজ সকালেও বলেছি পরের পাঁচটা ম্যাচ মিরাজ অধিনায়কত্ব করলে ভালো লাগবে। আমার কাছে অধিনায়কত্ব কোনো বড় ব্যাপার নয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা