ডিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ১৯:২২ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪ ১৯:৪৩ পিএম
হার এড়াতে পারলে অবনমন ঠেকানোর সুযোগ। তবে ভাগ্য সহায় হয়নি রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের। ডিপিএলে গ্রুপপর্বের শেষ ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে হেরেছে শামসুর রহমান শুভ নেতৃত্বাধীন দলটি। ১১ ম্যাচে মাত্র দুই জয়ে টেবিলের ১১ নম্বর স্থানে রূপগঞ্জ। আর শেষ ম্যাচ জিতে রেলিগেশনের শঙ্কামুক্ত পারটেক্স। লিগ ম্যাচে দুই জয় হলেও নেট রান রেটে রূপগঞ্জের ওপরে পারটেক্স।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রথমে ব্যাটিং করে পারটেক্সকে ২৬০ রানের লক্ষ্য ছুড়ে দেয় রূপগঞ্জ। জবাবে এক ওভার এক বল হাতে রেখে জয় তুলে নেয় পারটেক্স। এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে জসিমউদ্দিনের ৮১ এবং সোহাগ গাজীর ৬৭ রানের ওপর ভর করে ২৫৯ রানের বড় পুঁজি পায়। পারটেক্সের হয়ে মোহর শেখ ও মুক্তার আলী তিনটি করে উইকেট তোলেন।
রান তাড়ায় ১৪ রানে দুই ওপেনারকে হারায় পারটেক্স। তৃতীয় উইকেটে রাকিব ও জিহাদুজ্জামান হাল ধরেন। ৬৭ রানের জুটি গড়েন তারা। তবে আসল কাজটা করেন তানভীর হায়দার। ৮০ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এ ছাড়া আহরার আমিন খেলেন ৫৮ রানের ইনিংস। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩ উইকেটে জয় পায় পারটেক্স। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট তুলেন আবু হাসিম।
সংক্ষিপ্ত স্কোর :
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব : ৫০ ওভারে ২৫৯/৮ (জসিমউদ্দিন ৮১, সোহাগ গাজী ৬৭; মুক্তার আলী ৩/৫১)
পারটেক্স স্পোর্টিং ক্লাব : ৪৮.৫ ওভারে ২৬২/৭ (তানভীর হায়দার ৭২, আহরার আমিন ৫৮; আবু হাসিম ৪/৪৩)
ফল : পারটেক্স ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা : তানভীর হায়দার