প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ১২:০৫ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪ ১২:৩৪ পিএম
মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে পক্ষে-বিপক্ষে কথা বলেছেন বিসিবির কর্মকর্তারা। মূলত জিম্বাবুয়ে সিরিজে টাইগার পেসারকে খেলানোর পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এ কারণেই আইপিএলের পুরো আসরের জন্য ফিজকে এনওসি দেয়নি বোর্ড।
বিসিবির এমন সিদ্ধান্তে কিছুটা বিরক্ত ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তার যুক্তি, আইপিএলে মুস্তাফিজের অনেক টাকা কামানোর সুযোগ রয়েছে। তাকে সে সুযোগ দেওয়া উচিত।
সম্প্রতি বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘আইপিএলে থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই।’ এমন মন্তব্যের সমালোচনা করে আকাশ বলেন, ‘বাংলাদেশ তো বলছে তার (মুস্তাফিজ) কোনো উপকার হচ্ছে না। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না। তাই তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে যাও! বাংলাদেশ এ রকম অনেকবার করেছে। আমার মনে হয় এমনটা করা উচিত নয়।’ তবে বিসিবির প্রতি অনেকটা আকুতির সুরেই চোপড়া বলেন, ‘আমার ভাইকে খেলতে দাও। না হয় চেন্নাইয়ের কিছুটা ক্ষতি হবে।’