× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমর্থকদের হাসিতে খুশি টুখেল, আর্তেতার ‘স্বপ্ন’ আছে টিকে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ০১:৪০ এএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪ ১০:৫০ এএম

মিকেল আর্তেতা ও টমাস টুখেল

মিকেল আর্তেতা ও টমাস টুখেল

নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন জিতেছে ১-০ গোলে। তাতে দুই লেগ মিলিয়ে আর্সেনালকে ৩-২ গোলে ধরাশায়ী করে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসরের শেষ চারে নাম লিখিয়েছে ১১ বছর পর বুন্দেসলিগার শিরোপা হাতছাড়া করা বাভারিয়ানরা।

বিদায়ি মৌসুমে সমর্থকদের মাঝে উচ্ছ্বাসের বন্যা বইয়ে দিতে পেরে দারুণ খুশি বায়ার্ন কোচ টমাস টুখেল, ‘সেমিফাইনালে জায়গা করে নেওয়া বিশাল পদক্ষেপ। শেষ চারে উঠতে পারা বেশ মজার ছিল। দারুণ আনন্দের ও স্বস্তির। এ মুহূর্তগুলো স্পেশাল। প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবগুলোর একটিকে আমরা হারিয়েছি। দেখা যাক, এ জয় ক্লাবের জন্য কী বয়ে আনে। মৌসুম এখনও শেষ হয়নি। বিশেষ করে এখন তো নয়ই।’

বায়ার্নের হয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে যারপরনাই উচ্ছ্বসিত হ্যারি কেন। যেন তার বিশ্বাসই হচ্ছে না ব্যাপারটা। এ তারকা ইংলিশ স্ট্রাইকার বলেন, ‘অবিশ্বাস্য, অবিশ্বাস্য জয়। সেমিফাইনালে ওঠা দারুণ এক অর্জন। এটা উপভোগ করছি। আমাদের জন্য কঠিন একটি মৌসুম। লড়াই করতে হয়েছে আমাদের। চাপে পিষ্ট হয়েছি। আজও তেমনটা হয়েছে। আমরা জানতাম নিজেদের সমর্থকদের নিয়ে ঘরের মাঠে ব্যবধান গড়ে দিতে পারব।’

চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন ভেঙে গেলেও ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে এখনও টিকে আছে গানাররা। সে লক্ষ্যে শনিবার লিগ ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে মোকাবিলা করবে আর্সেনাল। তাই তো আর্তেতা বললেন, তাদের মৌসুম এখনও শেষ হয়নি।

কোচ বলেন, ‘খেলোয়াড়দের যা দরকার তা হলো আমাদের তাদের পাশে থাকা, সমর্থন দেওয়া এবং ভালোবাসা। আমাকে এমন করতেই হবে কারণ শনিবার অনেক বড় একটি ম্যাচ আছে। আমরা এখনও প্রিমিয়ার লিগ জয়ের জন্য খেলছি এবং আমি সত্যিই এ শিরোপাটি চাই। আমাদের এখন দেখাতে হবে যে আমরা লিগের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা