× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল ২০২৪

নাহিদের ফাইফার, শামসুরের সেঞ্চুরি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪ ২০:২৬ পিএম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪ ২০:৫২ পিএম

৬ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট শিকার করেছেন গতিদানব নাহিদ রানা; ছবি : আ. ই. আলীম

৬ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট শিকার করেছেন গতিদানব নাহিদ রানা; ছবি : আ. ই. আলীম

বৈশাখের ঝড়ের কবলে পড়েছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। তবে শেষ পর্যন্ত ফল এসেছে দশম রাউন্ডের দ্বিতীয় দিনের তিনটি ম্যাচেই। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। জয়ের খুব কাছে গিয়েও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের সঙ্গে পেরে ওঠেনি সিটি ক্লাব। অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে বড় ব্যবধানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

নাহিদের ফাইফারে তিনে শাইনপুকুর

মিরপুরে গতিদানব নাহিদ রানার আগুনে বোলিংয়ের পর ব্যাটিংয়ে সমন্বিত প্রচেষ্টায় মোহামেডানকে হারিয়েছে শাইনপুকুর। ইমরুল কায়েস ও আবু হায়দারের দুটি ফিফটিতে মোহামেডান ৫০ ওভারে করে ২২৭ রান। বল হাতে ৬ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট নেন নাহিদ। বৃষ্টিতে ৩০ ওভারে ১৫৮ রানের পরিবর্তিত লক্ষ্য ৬ উইকেট ও ১৪ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে শাইনপুকুর। ১০ ম্যাচ শেষে দুই দলেরই এখন সমান ১৪ পয়েন্ট করে, রান রেটেও মোহামেডানকে (০.৬৮২) টপকে তিনে উঠেছে শাইনপুকুর (০.৯১৩)।

সংক্ষিপ্ত স্কোর

মোহামেডান : ৫০ ওভারে ২২৭/৯ (ইমরুল ৫৬, রনি ৫১; নাহিদ ৫/৪৫, মুরাদ ২/২০)

শাইনপুকুর : ২৭.৪ ওভারে ১৫৮/৪ (তানজিদ তামিম ৩৬, আইয়ুব ৩০; মাহমুদউল্লাহ ১/১৪)

ফল : শাইনপুকুর বৃষ্টি আইনে ৬ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : নাহিদ রানা।

শামসুরের সেঞ্চুরিতে টাইগার্সের রোমাঞ্চকর জয়

বিকেএসপির ৩ নম্বর মাঠে সিটি ক্লাবের বিপক্ষে ৫ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স। আবদুল্লাহ আল মামুনের ৮১ ও শামসুরের ৯৩ বলে ১০৬ রানের ইনিংসে টাইগার্স তোলে ২৯৭ রান। টাইগার্সের দেওয়া ২৯৮ রানের লক্ষ্যে ২২.২ ওভারে ৩ উইকেটে ১১১ রান তুলে ফেলেছিল সিটি ক্লাব। এরপর বৃষ্টিতে ৪১ ওভারে তাদের লক্ষ্য দাঁড়ায় ২৬৬ রান। শাহরিয়ার কমলের ৬৫ রানের পর সাজ্জাদুল হকের ৩৭ বলে ৬৯ রানের ইনিংসের পরও জিততে পারেনি সিটি ক্লাব। রেলিগেশন লিগে খেলার শঙ্কায় থাকা দুই ক্লাবেরই এখন এক ম্যাচ বাকি থাকতে সমান ৪ পয়েন্ট।

সংক্ষিপ্ত স্কোর

রূপগঞ্জ টাইগার্স : ৫০ ওভারে ২৯৭/৮ (শামসুর ১০৬, মামুন ৮১; ইরফান ৩/৫৬, সোহেল রানা ৩/৫৯)।

সিটি ক্লাব : ৪১ ওভারে ২৬০/৮ (রিপন ৬৯, কমল ৬৫; আরাফাত সানি জুনিয়র ৪/৩২, আবদুল্লা ২/৪৯)

ফল : রূপগঞ্জ টাইগার্স বৃষ্টি আইনে ৫ রানে জয়ী।

ম্যাচসেরা : আবদুল্লাহ আল মামুন।

গাজী গ্রুপের বড় জয়

বিকেএসপির ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে আনিসুল ইসলাম ৬৫, হাবিবুর রহমান সোহান ৮১, সাব্বির হোসেন শিকদার ৭৪ ও আল-আমিন জুনিয়রের ৬৪ রানে ভর করে ৩৪৪ রানের বড় সংগ্রহ পায় গাজী। রান তাড়ায় ব্রাদার্সের ২৮.৩ ওভারে ৪ উইকেটে ১০৭ রান তোলার পর বৃষ্টি নামলে কাজটা অসম্ভব হয়ে যায়। পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ৩০৯ রান। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতে অলআউট তারা। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গাজী গ্রুপ এখন পয়েন্ট তালিকার ৭ নম্বরে। ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ঠিক পরেই ব্রাদার্স।

সংক্ষিপ্ত স্কোর

গাজী গ্রুপ : ৫০ ওভারে ৩৪৪/৭ (সোহান ৮১, সাব্বির ৭৪; রাহাতুল ফেরদৌস ৩/৫৬)

ব্রাদার্স : ৪০.৩ ওভারে ১৭৮/১০ (আব্দুল মজিদ ৫১, রহমতউল্লাহ ২৬; আব্দুল গাফফার ৪/৩৪)

ফল : গাজী গ্রুপ বৃষ্টি আইনে ১৩০ রানে জয়ী।

ম্যাচসেরা : হাবিবুর রহমান সোহান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা