× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএল

টানা হারে চাপে বেঙ্গালুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪ ১৬:৩০ পিএম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪ ১৭:৪১ পিএম

টানা হারে চাপে বেঙ্গালুরু

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে করুণ দশা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ৭ ম্যাচে কেবল একটিতে জয় ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলিদের। সবশেষ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হেরেছে তারা। দলে তারকা মেলা। তারপরও যাচ্ছেতাই পারফর্ম। এ নিয়ে অবশ্য সমালোচনা কম হচ্ছে না। 

বেঙ্গালুরুর টানা ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন অধিনায়ক ডু প্লেসি। তার মতে, আত্মবিশ্বাসে ঘাটতি থাকলে ম্যাচ বের করা কঠিন। টানা হারে মানসিক চাপে থাকে দল। হায়দরাবাদের বিপক্ষে হারের পর প্রোটিয়া ব্যাটার বলেছেন, ‘আত্মবিশ্বাস কমে গেলে সেটা লুকানোর উপায় থাকে না। ফাস্ট বোলারদের জন্য এ উইকেটে লড়াই করাটা বেশ কঠিন। ব্যাটিংয়ের ক্ষেত্রে আবার আমাদের কয়েকটি জায়গায় উন্নতি করতে হবে। পাওয়ারপ্লে-র রান রেট যাতে না কমে সেই চেষ্টা করা দরকার। প্লেয়াররা শেষ পর্যন্ত লড়াই করেছে এবং রান তাড়া করতে নেমে কখনও হাল ছেড়ে দেয়নি। ম্যাচটা দেখে ভালো লাগল। তবে বোলিং দৃষ্টিকোণ থেকে ৩০-৪০ রান একটু বেশিই হয়েছে।’

টানা হারে অবশ্য বিশাল চাপের কথা স্বীকার করে নিয়েছেন ডু প্লেসি। আরসিবি অধিনায়ক বলেছেন, ‘এর থেকে বের হয়ে নিজের মনকে সতেজ করাটা গুরুত্বপূর্ণ। এটি এমন একটি মানসিক খেলা। কখনও কখনও আপনি মনে করেন, আপনার মন এবার বিস্ফোরিত হতে চলেছে। আপনি যখন প্রতিযোগিতায় ফিরে আসবেন, তখন আপনাকে সম্পূর্ণ প্রতিশ্রুতি নিয়ে ফিরে আসত হবে।’

আরসিবি-হায়দরাবাদ ম্যাচে মোটে ৫৪৯ রান হয়েছে। যা অবিশ্বাস্য লেগেছে ডু প্লেসির কাছে, ‘এই ম্যাচে যে পরিমাণ রান হয়েছে, তা বিস্ময়কর। এটি একটি বিশ্ব রেকর্ড। আমি বলব না ২৭০ হওয়াটা বাঞ্ছনীয়। তবে এরকম দিনে বোলিং করাটা কঠিন ছিল। আমরা কয়েকটি জিনিস চেষ্টা করেছিলাম এবং সেগুলি খুব একটা কাজ করছিল না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা