× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলে ফিজের খেলার সময়সীমা বাড়ল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪ ১৯:১২ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪ ১৯:৫২ পিএম

চেন্নাইয়ের হলুদ জার্সিতে আইপিএল রাঙাচ্ছেন মুস্তাফিজ— বিসিসিআই

চেন্নাইয়ের হলুদ জার্সিতে আইপিএল রাঙাচ্ছেন মুস্তাফিজ— বিসিসিআই

জিম্বাবুয়ে সিরিজ নাকি আইপিএল— টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মুস্তাফিজুর রহমানের জন্য কোনটা বেশি জরুরি। কারও মত চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা, কেউ বলছে জাতীয় দলের জার্সিতেও ফর্মে ফেরার কথা। ফিজকে নিয়ে এমন দুই ধরনের মতের মাঝে এক দিন ছুটি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সূত্র জানিয়েছে, ৩০ এপ্রিলের পরিবর্তে আইপিএলে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে ১ মে পর্যন্ত। পরের দিন অর্থাৎ ২ মে দেশে ফিরবেন মুস্তাফিজ।

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে মুস্তাফিজের ছন্দে ফেরা নিয়ে চিন্তিত বিসিবি। বাংলাদেশের পেসার চেন্নাইয়ের হলুদ জার্সিতে দুর্দান্ত খেললেও তাকে জিম্বাবুয়ে সিরিজে খেলানোর পক্ষে বদ্ধপরিকর বিসিবি। আইপিএলের পুরো আসরের জন্য এনওসি তাই পায়নি ফিজ। অনাপত্তিপত্র এক দিন বাড়লেও তাই পরের দিনই দলের সঙ্গে যোগ দিতে হবে তাকে। ৩ মে থেকে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। রাজা-আরভিনদের বিপক্ষে ওই সিরিজটিতে খেলার জোর সম্ভাবনা মুস্তাফিজের।

তবে আসন্ন সিরিজটির চেয়ে মুস্তাফিজের আইপিএল খেলাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বিসিবি পরিচালক আকরাম খান। তার মতে ছন্দ আগে তবে শেখাটাও জরুরি, ‘আমার মনে হয় ও (মুস্তাফিজ) যে অবস্থায় যাচ্ছে, জিম্বাবুয়ে সিরিজ না খেলে ওখানে (আইপিএল) যদি খেলতে পারে— সেটা কিন্তু আমাদের জন্য ভালো হবে। জিম্বাবুয়ের যে শক্তিমত্তা, তার চেয়ে আইপিএলের স্ট্রেংথ অনেক বেশি। আমার মনে হয়, ওখানে হলে সে অনেক কিছু শিখতে পারবে। ও যদি আগের ছন্দে চলে আসে, সবচেয়ে বেশি লাভবান কিন্তু বাংলাদেশ ক্রিকেট হবে।’

সেই লাভের কথা মাথায় রেখেই জিম্বাবুয়ে সিরিজে ফিজকে চায় বিসিবি। তবে দ্য কাটার মাস্টার আছেন দারুণ ছন্দে। বোলিংয়ে খরুচে হলেও চেন্নাইয়ের জয়ে রাখছেন ইমপ্যাক্ট। দলের গুরুত্বপূর্ণ পেসার ভাসছেন প্রশংসায়ও।

সবশেষ বোলার ফিজের চেয়েও বেশি আলোচনায় ফিল্ডার ফিজ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বাউন্ডারি লাইনে অসাধারণ দক্ষতা দেখিয়েছিলেন টাইগার পেসার। মাথিশা পাথিরানার বলে ডিপ থার্ডম্যান সীমানায় দাঁড়িয়ে নেন দারুণ এক ক্যাচ। বিপজ্জনক ব্যাটার সূর্যকুমার যাদবকে ক্যাচ বানিয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিয়েছিলেন। ফিজ নিজে খরুচে থাকলেও দল পায় দারুণ এক জয়। তবে ম্যাচের শেষে ফিজ স্তুতি ঝড়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের কণ্ঠেও, ‘মুস্তাফিজের ক্যাচটা দারুণ ছিল। ওই এক ওভারে দুই উইকেট যাওয়ায় মোমেন্টাম ঘুরে যায়।’

বল হাতেও কম যাননা টাইগার পেসার। আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে নিজের ঝুলিতে পুরেছেন ১০ উইকেট। সেরা উইকেট শিকারির তালিকায় আছেন তিন নম্বরে। ওভারপ্রতি রান খরচ করেছেন ৯-এর একটু বেশি। বিসিবি ছুটি না বাড়ালে ওয়াংখেড়েতেই আসরের শেষ ম্যাচ খেলা হয়ে যেত ফিজের। তবে সেটি এখন আরেকটু বেড়েছে। ৩০ এপ্রিলের পরিবর্তে ১ মে হওয়ায় ওই দিন পাঞ্জাব কিংসের বিপক্ষেও হলুদ জার্সিতে দেখা যেতে পারে তাকে। সব ঠিক থাকলে জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে ২ মে বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা