× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুন্দেসলিগায় নতুন রাজা লেভারকুসেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪ ১৩:১১ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪ ১৩:২৩ পিএম

বুন্দেসলিগায় নতুন রাজা লেভারকুসেন

বুন্দেসলিগায় খেলবে ১৮ দল, মৌসুম শেষে শিরোপা উদ্‌যাপন করবে বায়ার্ন মিউনিখ। অনন্ত গত ১১ বছর এমনটা দেখেছে ফুটবলবিশ্ব। অবশেষে সেই রীতির অবসান হয়েছে। বায়ার্ন রাজত্বের পতন ঘটিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে বায়ার লেভারকুসেন।

জিতলেই নিশ্চিত হবে শিরোপা—এমন সমীকরণ সামনে রেখে রবিবার রাতে বেএরিনাতে ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে খেলতে নামে জাভি আলানসোর দল। ঘরের মাঠে ৫-০ গোলের বিশাল জয়ে লেভারকুসেন শিরোপা উৎসবে মাতে। জার্মান ক্লাবটি সুযোগ পুরোপুরি কাজে লাগায়। ফ্লোরিয়ান উইর্টজ করেন হ্যাটট্রিক।

১৯৯৩ সালের পর প্রথম কোনো ট্রফি জয়ের স্বাদ পেল লেভারকুসেন। বুন্দেসলিগায় ২৯ ম্যাচে ২৫ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ৬৯। টেবিলের দুইয়ে থাকা বায়ার্ন তাদের চেয়ে ১৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে। চলতি মৌসুমে রূপকথার মতো সময় কাটাতে থাকা জাভির আলানসোর শিষ্যরা একটানা ৪৩ ম্যাচে ধরে অপরাজিত।

খেলার ২৫ মিনিটে স্পট কিক থেকে স্বাগতিকদের এগিয়ে দেন ভিক্টর বোনিফেস। বিরতির পর ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রানিত জাকা। এরপর ৬৮, ৮৩ ও ৯০ মিনিটে বল জালে জড়িয়ে হ্যাটট্রিকের দেখা পান ফ্লোরিয়ান উইর্টজ।

তাতেই এ মৌসুমের পাঁচ ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত করেছে লেভারকুসেন। যা তাদের ক্লাবের ১২০ বছরের ইতিহাসে শীর্ষ লিগে এটিই প্রথম। যদিও এর আগে পাঁচবার ফাইনালে উঠেছিল দলটি। কিন্তু শিরোপা স্পর্শ করতে পারেনি, প্রতিবারই রানার্সআপ হয়েছে। সেই বৃত্ত ভেঙে নতুন ইতিহাস গড়েছে জাভি আলানসোর শিষ্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা