আইপিএল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪ ১৯:২১ পিএম
একদিনের ব্যবধানে সুখ-দুঃখ দুই'ই স্পর্শ করলো মুস্তাফিজুর রহমানকে। এক ম্যাচ বিরতির পর চেন্নাই শিবিরে ফিরেই পার্পল ক্যাপ পুনরুদ্ধার করেন। অবশ্য একদিন পরই সেটি হাতছাড়া করেন। ফিজকে পেছনে ফেলে সপ্তদশ আইপিএলের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক যুজবেন্দ্র চাহাল।
৪ ম্যাচে মুস্তাফিজের উইকেট ৯ উইকেট। রাজস্থান রয়্যালসে খেলা চাহালের উইকেট ১০টি। ভারতীয় স্পিনার অবশ্য এক ম্যাচ বেশি খেলেছেন।
গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের আগে চাহালের উইকেট ছিল ৮টি। ম্যাচটিতে তিনি দুটি উইকেট নিলে মুস্তাফিজকে টপকে যান। তৃতীয় স্থানে সমান ৮টি করে উইকেট নিয়ে আছেন আর্শদীপ সিং ও মোহিত শর্মা। ৭ উইকেট নিয়ে পঞ্চম স্থানে খলিল আহমেদ।