× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জোকোভিচের চোখ অলিম্পিক স্বর্ণে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪ ০১:০৯ এএম

নোভাক জোকোভিচ

নোভাক জোকোভিচ

কতশত রেকর্ড যে নিজের করে নিয়েছেন জোকোভিচ। তার কোনো ইয়ত্তা নেই। টেনিস ইতিহাসের সর্বাধিক শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন সেই কবে। অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্গারেট কোর্টের সঙ্গে ২৪টি মেজর ট্রফি জয়ের কীর্তির মালিকও এ সার্বিয়ান তারকা। যার মধ্যে ১০টি শিরোপা জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেনে। বছরের প্রথম গ্র্যান্ড স্লামে এটাও একটি মাইলফলক।

এতসব অর্জনের মাঝে অপূর্ণতাও রয়েছে জোকোভিচের। শুনতে অবাকই লাগছে তাই না? নাম্বার ওয়ান তারকারও অভাব রয়েছে! এখনও অলিম্পিকে স্বর্ণ জিততে পারেনি জোকোভিচ। সোনা জিতবেনই বা কীভাবে? এখনও যে অলিম্পিকের টেনিস ইভেন্টের ফাইনালেই উঠতে পারেননি। এবার প্যারিস অলিম্পিকে অধরা সেই স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখছেন তিনি। 

৩৬ বছরের জোকোভিচ এবার প্যারিস অলিম্পিককে পাখির চোখ করেছেন। যে করেই হোক জিততে চান টেনিসের চ্যাম্পিয়ন পদক, প্যারিস অলিম্পিক খুবই গুরুত্বপূর্ণ। অলিম্পিক সব সময় আমার কাছে অগ্রাধিকার ছিল। কিন্তু গত তিন বা চারটি অলিম্পিকে শেষ ধাপে (ফাইনাল) পৌঁছতে পারিনি।

জোকোভিচ অলিম্পিকে প্রথমবার অংশ নেন ২০০৮ সালে। বেইজিং আসরে রাফায়েল নাদালের কাছে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকেন। পরে তিনবার অলিম্পিকে অংশ নিয়ে দুবারই হার মেনেছেন ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে। আর ২০১৬ রিও অলিম্পিকে বিদায় নেন প্রথম রাউন্ড থেকেই। এবার সেই অপূর্ণ ঘোচাতে চান জোকোভিচ, ‘পরিস্থিতি এখন একটু ভিন্ন। ক্লে কোর্টে প্রথমবার আমরা অলিম্পিক খেলব। শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে চাই আমি।’

প্যারিস অলিম্পিকের আসর বসবে রোলাঁ গারোঁতে। ফরাসি ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ। ২০ মে থেকে ৯ জুন বসবে এবারের এই ক্লে-কোর্ট গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট। সেখানেই অলিম্পিকের প্রস্তুতিটা সেরে নেবেন জোকোভিচ। জুলাই-আগস্টে বসবে অলিম্পিক।

তার আগে হবে উইলম্বলডন চ্যাম্পিয়নশিপ। সবচেয়ে মর্যাদাকর এই এ মেজর টুর্নামেন্টের ট্রফি পুনদ্ধারের লক্ষ্যেই কোর্টে নামবেন এ টেনিস সুপারস্টার। তবে নিজের সেরা পারফরম্যান্স নিগরে দিতে চান অলিম্পিকে, ‘প্যারিসের জন্য সেরা অবস্থায় থাকতে চাই, সেখানেই সেরা টেনিস খেলতে চাই। অন্য যেকোনো কিছু হবে বোনাস। তাই দেখা যাক, কী হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা