× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মঞ্চ যেটাই হোক, নিজের সেরাটা দেন তানজিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ০০:০৩ এএম

মঞ্চ যেটাই হোক, নিজের সেরাটা দেন তানজিম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) নবম রাউন্ডের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। ফতুল্লায় আবাহনীর পেসার তানজিম হাসান সাকিবের ফাইফারে মাত্র ৯৯ রানে গুড়িয়ে যায় রূপগঞ্জ। জবাব দিতে নেমে ২ উইকেট হারালেও মোসাদ্দেক হোসেন সৈকতের ঝোড়ো ব্যাটিংয়ে ২৩৬ বল হাতে রেখে জয় তুলে নেয় আকাশী নীল শিবির। 

ম্যাচে নবম ওভারে নিজের প্রথম উইকেট পান সাকিব। ক্যাচ আউট করেন ইমরানউজ্জামানকে। পরের ওভারেই আমিনুল ইসলাম বিপ্লবকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন সাকিব। এরপর ফেরান টেস্ট বিশেষজ্ঞ মুমিনুল হককে। একই ওভারে রানের খাতা খোলার আগেই ফেরান শুভাগত হোমকে। শহিদুলকে আউট করে ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেটের দেখা পান সাকিব।


সাকিব জানিয়েছেন, ঘরোয়া হোক কিংবা আন্তর্জাতিক মঞ্চ যাই হোক না কেন নিজের সেরাটা দেন তিনি। ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেন, ‘অবশ্যই, অনুভূতি ভালো লাগার মতো আমি যেখানেই খেলি সবসময়ই চেষ্টা করি যেন আমার সেরা পারফরম্যান্স থাকে। এখানে উইকেট নেওয়ার অভ্যাস আমাকে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সাহায্য করবে। আমি পুরো ফোকাস নিয়ে বল করছি এবং আলহামদুলিল্লাহ ভালো করেছি।’


এদিন ফাইফার পেয়ে সিজদা দেন সাকিব। অনেক দিন ধরে পাঁচ উইকেট পাওয়ার ইচ্ছা পূরণ হওয়ায় কৃতজ্ঞতা জানান আল্লাহর কাছে, ‘এটা শুকরিয়ার সিজদা, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ আজকে পূরণ হয়েছে। এখানে শরীফুল ভাই এবং তাসকিন ভাই নতুন বলে শুরু করেছে আমি জানি আমার ভূমিকা, বোলিং পরিবর্তন আমি আসব। সে অনুযায়ী আমি প্রস্তুতি নিয়েছি। নতুন বলে বোলিং করলে সাফল্য পাওয়ার চেষ্টা করব, পুরোনো বলে বল করলে সেখানে সাফল্য পাওয়ার চেষ্টা করব।’


আবাহনীর পেসারদের মধ্যে রয়েছে অনেক প্রতিযোগিতা। একইসাথে খেলেন তাসকিন, শরীফুল, সাইফউদ্দিন, সাকিবরা। সাকিব জানান, " নিজেদের মধ্যে যখন কথা বলি তখন সবসময় আন্তর্জাতিক ক্রিকেটে খেলার মতো করেই চিন্তা করি।"

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা