× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উভয় সংকটে মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪ ২০:০৭ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪ ২০:১১ পিএম

উভয় সংকটে মেসি

একে তো চোটে বিপর্যস্ত। তার ওপর অসদাচরণের অভিযোগ। উভয় সংকটে পড়েছেন লিওনেল মেসি। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন অধিনায়কের বিরুদ্ধে প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে হইচইয়ের অভিযোগ উঠেছে। ধারণা করা হচ্ছে, মন্টেরের কোচ ফার্নান্দো অর্টিজের একটি মন্তব্য ঘিরেই হইচইয়ের সূত্রপাত।

মেসির অসদাচরণ নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে ভিন্ন রকম সংবাদ ছেপেছে। তবে রবিবার কলোরাডোর ম্যাচের আগে বিব্রতকর বিষয়টি নিয়ে মুখ খোলেন ইন্টার মিয়ামির সহকারী কোচ জাভি মোরালেস। ব্যাপারটি পাশ কাটিয়ে তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যাপারটি মাঠেই ঘটেছে। এসব ম্যাচ কী ধরনের হয় আমরা জানি। এগুলো অনেক আগ্রাসী মনোভাব নিয়ে খেলা হয়। সত্যি কথা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হয় মাঠেই।’

মিয়ামির ২-১ ব্যবধানে হার মাঠে বসেই দেখেছেন এলএম টেন। খেলার কথা থাকলেও মাঠে নামা হয়নি তার। গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ১০ জনে পরিণত হয়। তাতেই অনেকাংশে দুর্বল হয়ে পড়ে মিয়ামি। মোরালেস বলেন, ‘দারুণ এক প্রতিপক্ষের বিপক্ষে খেলছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ১০ জনের দলে পরিণত হই। তাই ফল ধরে রাখতে পারিনি। এখন মন্টেরের মাঠে গিয়ে পরবর্তী রাউন্ডে যেতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’

হইচই ছাড়াও রেফারির ভূমিকা এবং মেসির দুই সতীর্থ লুইস সুয়ারেজ-জর্দি আলবাকে নিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধমে বলা হয়, মন্টেরে মেসির আচরণের পরিপ্রেক্ষিতে ইন্টার মিয়ামির বিরুদ্ধে কনকাকাফে অভিযোগ দায়ের করেছে। অভিযোগে মেসির সঙ্গে লুইস সুয়ারেজ ও জর্দি আলবার নামও দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

১৩ মার্চ কনকাকাফে ন্যাশভিলের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। চোটের কারণে আর্জেন্টাইন সুপারস্টারকে ছাড়াই চার ম্যাচ খেলেছে মিয়ামি। যার তিনটি জয়হীন। সবশেষ মন্টেরের বিপক্ষেও হার। ম্যাচটিতে দর্শকের ভূমিকায় ছিলেন তিনি। তবে মেজর লিগ সকারে কলোরাডোর বিপক্ষে মেসির খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্তত ১০ মিনিটের জন্য হলেও তাকে মাঠে চান কোচ। জাভি বলেছেন, ‘আগে দেখব সে কেমন বোধ করে। আমি নিশ্চিত যে টাটা (কোচ জেরার্দো মার্টিনো) তাকে বিবেচনায় নেবে। সেটা যদি ১০, ১৫ বা ৪৫ মিনিটের জন্য হয় তবুও। আমরা মেসিকে পেতে চাই। তার জন্য সর্বোচ্চটা করব। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

কলোরাডোর বিপক্ষে মেসির ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলেও আগামী বুধবার কনকাকাফের ম্যাচের আগে ফিট হয়ে ফিরবেন মেসি। এমনটা আশাবাদ জাভির। মন্টেরের বিপক্ষে নিজেদের মাঠে প্রথম লেগে ব্যর্থতার কারণে দ্বিতীয় লেগে জয় পেতে মরিয়া মিয়ামি। এমন ম্যাচে মেসির দিকে তাকিয়ে পুরো দল। কারণ দলটির ওপর মেসির প্রভাব ব্যাপক। মিয়ামি তারকা খেলেছেন এমন ১৯ ম্যাচের ১১টিতেই জিতেছে মিয়ামি। হেরেছে ২টি। ড্র হয়েছে ৬টি। মেসিকে ছাড়া ১২ ম্যাচে মাত্র ২ জয়, ৩ ড্র, হার ৭টি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা