× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমা ছাড়ালে ভয়ংকর হবেন আফ্রিদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪ ২১:০৮ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪ ২১:৫০ পিএম

ধৈর্যর পরীক্ষা নিতে নিষেধ করেছেন পাকিস্তানের তারকা পেসার— সংগৃহীত ছবি

ধৈর্যর পরীক্ষা নিতে নিষেধ করেছেন পাকিস্তানের তারকা পেসার— সংগৃহীত ছবি

একে তো নেতৃত্ব হারিয়েছেন, তার ওপর জানতে পারেননি ঘাটতিও। শাহিন শাহ আফ্রিদির ক্ষোভ আছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থান নিয়েও। বোর্ডের ওপর ক্ষিপ্ত হয়ে থাকা পেসারকে নিয়ে অনধিকার চর্চা হচ্ছে, শাহিন মনে করছেন এমনটাই। তাই ছুড়েছেন হুমকি। সীমা অতিক্রম করলে তাকে ভিন্নরূপে দেখা যাবে বলেও প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন।

শুক্রবার (৫ এপ্রিল) ইনস্টাগ্রাম স্টোরিতে ২৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন পাকিস্তানের পেসার। ক্লিপটিতে একটি সিংহের ছবি ভেসে ওঠে। তাতেই থাকে বিশেষ বার্তা বহন করা কথা, ‘কখনোই আমাকে সেই অবস্থানে নেবেন না, যেখানে আপনাকে দেখাতে বাধ্য হই যে আমি কতটা নিষ্ঠুর এবং নির্মম হতে পারি। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না।’

অলিখিত কারও উদ্দেশে দেওয়া হুমকিটা আরও জোরালো হয় পরের বাক্যগুলোতে, ‘আপনার দেখা সবচেয়ে দয়ালু ও অমায়িক ব্যক্তি হতে পারি, কিন্তু একবার সীমা অতিক্রম করলে আমাকে এমন কিছু করতে দেখবেন, যা কেউ কল্পনাও করতে পারবে না।’

পাকিস্তানের নেতৃত্ব হারানোর পর থেকেই অসন্তুষ্ট শাহিন। বাবর আজমকে অধিনায়ক বানানোর পর তার সমর্থনে আফ্রিদির একটি বিবৃতি প্রকাশ করে পিসিবি। তাতেই সৃষ্টি হয় সংকট। শাহিন দাবি করেন, বাবরকে নিয়ে কোনো বিবৃতিই তিনি দেননি। পিসিবি ভুয়া বিবৃতি দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা