প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪ ২০:৫৯ পিএম
সিলেটে হবে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ— পুরোনো ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ব্যস্ত সময় কাটছে নিগার সুলতানা জ্যোতিদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে থাকা বাংলাদেশ নারী দল এপ্রিলেই খেলবে আরেকটি সিরিজ। এ মাসের শেষদিকে ঢাকায় আসবে ভারতের নারী দল, খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বুধবার বিসিবি নিশ্চিত করেছে সিরিজের সূচি।
সিরিজের সবকটি ম্যাচ হবে সিলেটে। প্রথম ম্যাচের পর একদিন বিরতি দিয়ে ৩০ এপ্রিল হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ২, ৬ ও ৯ মে। আগামী ২৩ এপ্রিল দেশে পা রাখবে ভারত দল। ১০ মে বাংলাদেশ ছাড়বে সফরকারীরা।
ভারতের বিপক্ষে সিলেটে সিরিজটির তিনটি ম্যাচ হবে দিবা-রাত্রির। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে প্রথম দুটি ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। পরের দুটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে যথাক্রমে ২ ও ৬ মে। এ ম্যাচগুলো দুপুর ২টায়। পরে ৯ মে শেষ টি-টোয়েন্টি হবে মূল মাঠে, সন্ধ্যা সাড়ে ৬টায়।
গত বছরের শেষদিকে বাংলাদেশে এসেছিল ভারত। টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটি ম্যাচ হারলেও শেষটিতে জয় পায়। জুলাইয়ে এশিয়া কাপ হবে শ্রীলঙ্কায়, এরপর বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর প্রস্তুতি হিসেবেই আইসিসির এফটিপির বাইরে গিয়ে হচ্ছে সিরিজটি। অক্টোবরে হবে ১০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ।