× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাণিজ্যিক চ্যানেলের জন্য হুমকি হবে না বিসিবি টিভি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ২০:৩৮ পিএম

 বাণিজ্যিক চ্যানেলের জন্য হুমকি হবে না বিসিবি টিভি

নিজস্ব টিভি চ্যানেল আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির নিজস্ব চ্যানেল বাণিজ্যিক চ্যানেলগুলোর জন্য মোটেও হুমকির নয় বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু ।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘দেশের বাইরের যেসব ম্যাচ লোকাল চ্যানেলে দেখানো সম্ভব হয় না। সেক্ষেত্রে বিসিবি টিভি অগ্রণী ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের ম্যাচ, ‘এ’ দল ও ঘরোয়া ক্রিকেট ম্যাচগুলো নিজস্ব টিভি চ্যানেলের মাধ্যমে সম্প্রচার করবে বিসিবি টিভি।

ওটিটি প্ল্যাটফর্মের যুগে আইপিটিভি এবং স্ট্রিমিং সহজলভ্য। চাইলে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে দেশের ঘরোয়া খেলা সম্প্রচার করা সম্ভব। তবুও বিসিবি কেন স্যাটেলাইট টিভির পেছনে ছুটছে? টিটু এ বিষয়ে বলেছেন, ‘এজিএমের পর একটা সংবাদ সম্মেলন হয়েছিল। সেখানে বোর্ড সভাপতি বলেছিলেন, অপেক্ষা করেন আপনারা। দেখেন আমরা কী করি। আমিও বোর্ড সভাপতির মতো বলতে চাই, একটু অপেক্ষা করেন। দেখেন আমরা কি করি। সিদ্ধান্ত হয়েছে একটা টিভি চ্যানেল চালু করব। সেটা হতে পারে আইপিটিভি কিংবা স্যাটেলাইট টিভি।’

নতুন সংযোজনের ব্যাপারে তিনি বলেছেন, ‘নতুন সংযোজন হলে আমরা যে রাইটস সেল করছি। সেগুলো আমাদের কাছেই থাকবে। আজকে (গতকাল) অনেকগুলো ম্যাচ হয়েছে। অস্ট্রেলিয়ার মেয়েদের সঙ্গে খেলা হচ্ছে। ছেলেদের টেস্ট হচ্ছে চিটাগংয়ে। ডিপিএল হচ্ছে। কেবল টেস্ট ম্যাচটি টিভিতে দেখানো হচ্ছে। আমরা চেষ্টা করেছি অনলাইনে ডিপিএল দেখানোর। মেয়েদের খেলাও অনলাইনে দেখানোর চেষ্টা করেছি। এখন যদি আমাদের নিজস্ব চ্যানেল হলে সবগুলো ম্যাচ দেখানোর সুযোগ পাব। এতে ছেলেরা উৎসাহী হবে।’

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘ক্রিকেট বোর্ড খেলার মাঠের জন্য জমি কিনছে। এগুলো আগে ছিল না। আমরা রাইটস সেল করছি। এটা নিয়ে বিতর্ক তৈরি হওয়ার কথা না। না জেনেই অনেকে মন্তব্য করছে। ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী যে কার্যক্রম আছে। সেটার সঙ্গে বিসিবি টেলিভিশনের কিছু সংযোজন হচ্ছে। সে জন্য বিসিবির গঠনতন্ত্রে কিছু সংযোজন আনতে হচ্ছে। যে বিতর্ক হচ্ছে, ক্রিকেট বোর্ড শেয়ার মার্কেটে যাচ্ছে। এসবের কিছুই ঠিক নয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা