প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ১০:৪৯ এএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪ ১১:২৮ এএম
শীর্ষে ওঠার লড়াই ছিল দুই দলের। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের ম্যাচটি ড্র হয়েছে। অন্যদিকে ব্রাইটনকে হারিয়ে দিয়েছে লিভারপুল। তিন জায়ান্টের শীর্ষস্থান দখলের দৌড়ে তাই সবার ওপরেই থাকছে অল রেডরা।
রবিবার ইতিহাদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল। ২৯ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। সমান ম্যাচ খেলে ৬৪ পয়েন্ট নিয়ে তিনে ম্যানসিটি।
অন্যদিকে এনফিল্ডে ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে লিভারপুল। স্বাগতিকদের হয়ে গোল ২টি করেছেন লুইস দিয়াজ ও মোহাম্মেদ সালাহ। ব্রাইটনের হয়ে একমাত্র গোলটি করেন ওয়েলব্যাক। ২৯ ম্যাচ খেলে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে লিভারপুল।