× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবির এজিএম আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ০১:৫৬ এএম

আপডেট : ৩১ মার্চ ২০২৪ ১৩:৪৩ পিএম

বিসিবির এজিএম আজ

গত ৯ মার্চ হঠাৎ করেই এক জরুরি সভায় বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা। ওই সভায় আলোচনার মূল বিষয় ছিল চলতি বছরের বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। বিসিবির সেই বহুল কাঙ্ক্ষিত এজিএম আজ রবিবার দুপুর ২টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে। 

বিসিবি সূত্রে জানা গেছে, সভায় গঠনতন্ত্রের ৬.১৭ উপানুচ্ছেদের সংশোধন আনতে যাচ্ছে টাইগার ক্রিকেট প্রশাসন। এর আওতায় আছে ক্রিকেটীয় উন্নয়নে গৃহীত কার্যক্রম বাস্তবায়নে অর্থায়নের জন্য সরকার, পৃষ্ঠপোষক, জাতীয় ও আন্তর্জাতিক অন্যান্য উৎস হতে তহবিল সংগ্রহ এবং উদ্বৃত্ত তহবিল ঝুঁকিহীন ও লাভজনক বিনিয়োগের ব্যবস্থা গ্রহণ।

আরও জানা গেছে, বরিশাল বিভাগের কাউন্সিলর ও পরিচালক আলমগীর খান আলোর ব্যাপারে একটি নীতিগত সিদ্ধান্তে পৌঁছাবে বিসিবি, যেহেতু তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। অর্থাৎ তিনি আদৌ এই পদে আর থাকছেন কি না সেটা এ সভা শেষে জানা যাবে। এদিকে প্রস্তাবিত বিসিবি টিভির অনুমোদনও এ সভায় আসতে পারে।

এদিকে এজিএমের জন্য দুই দফায় বাজেট বাড়িয়েছে বিসিবি। সব মিলিয়ে এজিএমের বাজেট দাঁড়িয়েছে প্রায় পৌনে ৪ কোটি টাকা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের তৃতীয় মেয়াদকালীন সময়ে দ্বিতীয় এজিএম হতে যাচ্ছে এটি। সর্বশেষ এজিএম হয়েছিল ২০২২ সালে। সব জেলা, বিভাগ, ক্লাব, সংস্থা মিলিয়ে ১৭০ জন কাউন্সিলর উপস্থিত থাকবেন এজিএমে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা