চট্টগ্রাম টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪ ২১:১৭ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪ ২১:৪১ পিএম
ব্যাটারদের পর বোলারদের দিকে তাকিয়ে করুনারত্নে— গেটি ইমেজেস
চট্টগ্রামে প্রথম দিন ৩১৪ রান তুলে শ্রীলঙ্কা হারিয়েছে কেবল ৪ উইকেট। দিমুথ করুনারত্নের মতে, তারা এগিয়ে আছে অনেকখানি। আগামীকাল রবিবার দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলাররা উইকেট তোলার কাজটি ঠিকঠাক করতে না পারলে রানপাহাড়ে উঠবে শ্রীলঙ্কা। তবে দিনশেষে সংবাদ সম্মেলনে সতীর্থ বোলারদের আস্থার কথা শুনিয়েছেন এই লঙ্কান ওপেনার। করুনারত্নের মতে, সফরকারীদের তিন পেসার বিপদে ফেলবে টাইগারদের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রবিবার সকালে দলকে এগিয়ে নিতে চাইবেন ৩৪ রানে ব্যাট করা দিনেশ চান্দিমাল ও ১৫ রানে দিন শেষ করা ধনঞ্জয়া ডি সিলভা। দিনের শেষ বিকালে ২৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন এই দুজন। গতকাল শনিবার করুনারত্নের কাছে জিজ্ঞাসা ছিল, ম্যাচের এই অবস্থায় তারা খুশি কি না। সেঞ্চুরি হাতছাড়ার হতাশা থাকলেও লঙ্কান ওপেনার খুশি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে, ‘অবশ্যই, আমরা খুশি। তিনশরও বেশি রান প্রথম দিনেই, আবারও বড় একটা রান জড়ো করতে পারব। আমরাই ম্যাচের নিয়ন্ত্রণে আছি।’
সাগরিকায় ব্যাটারদের সাফল্যের পর বোলাররাও দারুণ কাজ করবেন বলে আশাবাদী শ্রীলঙ্কা। করুনারত্নে আশাবাদী সাকিব আল হাসান-মুমিনুল হকদের বড় পরীক্ষা নেবে তাদের তিন পেসার, ‘আমাদের ভালো কয়েকজন ফাস্ট বোলার আছে। যারা ১৪০ কিলোমিটার বেগে বল করতে পারে, বাউন্স করাতে পারে। এ কারণেই একাদশে ৩ পেসার রাখা হয়েছে। তারা বাংলাদেশের ব্যাটারদের বিপদে ফেলতে পারে। ধনঞ্জয়া ভালো স্পিন করতে পারে। এই বোলিং লাইনআপ নিয়ে আমি আশাবাদী।’
সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবার বাংলাদেশের হয়ে খেলতে নামা হাসান মাহমুদ গতকাল দারুণ পারফর্ম করেছেন। দিনের সেরা উইকেট শিকারিও তিনি। কিন্তু তার নামের পাশে দুটির পরিবর্তে আরও বেশি উইকেট যোগ হতে পারত। কিন্তু টাইগারদের ক্যাচ মিসের মহড়ায় সেটি হয়ে ওঠেনি। তবে প্রতিপক্ষের ওপেনার হাসানের প্রশংসা গেয়েছেন। সঙ্গে ৮৬ রানে থেমে সেঞ্চুরি হাতছাড়া হওয়ার প্রসঙ্গও এনেছেন, ‘হাসানের বিপক্ষে এশিয়া কাপ ও ওয়ানডে সিরিজ খেলেছি। হাসান খুব ভালো বল করেছেন। নতুন বলে ধারাবাহিকভাবে ভালো করে গেছেন, ওপেনারদের কঠিন পরীক্ষা নিয়েছেন। আমরা প্রায়ই বাংলাদেশ সফরে আসি। তাই জানি তাদের বোলাররা কেমন, পরিকল্পনা কেমন, আমাদের পরিকল্পনা কেমন হওয়া চাই। এ কারণেই হয়তো বাংলাদেশের বিপক্ষে সাফল্যের দেখা পাই। সেঞ্চুরি মিস করাটা হতাশাজনক। ৮০-৯০ রান করে যদি শেষ পর্যন্ত সেঞ্চুরি না পান, খুবই হতাশার। পরেরবার যেন এমন ভুলে শতক হাতছাড়া না হয় সেই চেষ্টা থাকবে।’
হাসানের প্রশংসা করেছেন টাইগারদের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসও, ‘সে দারুণ বোলিং করেছে। সে নিজের লাইন, লেন্থ ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে। গতিও ভালো ছিল। হাসান শারীরিকভাবেও প্রস্তুত আছে। সে দারুণ এক্সাইটিং একজন বোলার। তার সিম মুভমেন্ট বেশ ভালো, গতির সঙ্গে সুইং আছে। একজন তরুণ পেসার হিসেবে যা চাইতে পারেন সবকিছুই তার মধ্যে আছে।’