চট্টগ্রাম টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪ ১২:১৩ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪ ১২:৩০ পিএম
বিনা উইকেটে ৮৮ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গেছেন দিমুথ করুনারত্নে ও নিশান মাদুশকা। ছবি : ক্রিকেইনফো
দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি আজ শনিবার থেকে শুরু হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম সেশনের খেলায় বাংলাদেশকে কেবল হতাশাই উপহার দিয়েছেন সফরকারী দলের দুই ওপেনার। বিনা উইকেটে ৮৮ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গেছেন দিমুথ করুনারত্নে ও নিশান মাদুশকা। ৫৫ রানে মাদুশকা এবং ৩৩ রানে অপরাজিত থেকে ফের ব্যাটিংয়ে নামবেন করুনারত্নে।
এই সেশনে বাংলাদেশের হয়ে হাত ঘুরিয়েছেন পাঁচজন বোলার। তার মধ্যে সাকিব আল হাসানের ওভার থেকে বেশি রান তুলেছেন সফরকারীরা। এই টেস্টে ফেরা সাকিব ২ ওভারে দিয়েছেন ১১ রান। পরে আর তাকে বোলিংয়ে আনেননি অধিনায়ক শান্ত।
পেসার শরিফুল ইসলামের পরিবর্তে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। ডানহাতি পেসারের ৯ ওভার থেকে ৩১ রান আদায় করে নিয়েছেন শ্রীলঙ্কার দুই ওপেনার। তার বলে একটি ছক্কাও হাঁকিয়েছেন করুনারত্নে।
সাত ওভারে ১৮ রান দিয়ে তুলনামূলক কম খরুচে বোলার মেহেদি হাসান মিরাজ। একটি মেডেন ওভারও তুলে নিয়েছেন এই অফস্পিনার। আগের টেস্টে দারুণ বোলিং করা খালেদ আহমেদ ওভারপ্রতি দিয়েছেন ৩ রান।
বাংলাদেশ একাদশ : মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক, লিটন দাস, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা একাদশ : নিশান মাদুশঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমল, ধনঞ্জয়া ডি সিলভা, বিশ্ব ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।