× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিমিয়ার ডিভিশন হকি

আবাহনী-মোহামেডানের মর্যাদার লড়াই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪ ১১:২৮ এএম

আপডেট : ৩০ মার্চ ২০২৪ ১৫:৫৮ পিএম

ম্যাচের আগের দিন অনুশীলনে আবাহনীর খেলোয়াড়রা। প্রবা ফটো

ম্যাচের আগের দিন অনুশীলনে আবাহনীর খেলোয়াড়রা। প্রবা ফটো

দেশের ক্রীড়াঙ্গনে বড় নাম আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ক্রিকেট কিংবা ফুটবলে এ দুই দলের লড়াই মানেই বিশেষ কিছু; আবেদনের কমতি নেই হকিতেও। প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আজ চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে মোকাবিলা করবে মোহামেডান। রাজধানীর মওলানা ভাসানী স্টেডিয়ামে বেলা ৩টা ১৩ মিনিটে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। এর আগে দুপুর ২টায় মেরিনার ইয়াংস ক্লাবকে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ এসসি। খেলা দুটি সরাসরি সম্প্রচার করবে হকি ফেডারেশনের ফেসবুক পেজ। 

লিগে এখন পর্যন্ত অপরাজিত আবাহনী। মোহামেডানকে মোকাবিলার আগে সবশেষ ম্যাচে আকাশি-নীলরা ৬-২ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ এসসিকে। যে কারণে আত্মবিশ্বাসী দলটির কোচ হেদায়েতুল ইসলাম রাজিব, ‘আমরা আমাদের দিক থেকে আত্মবিশ্বাসী। আমাদের যে ধারাবাহিকতা আছে সেটি অক্ষত থাকবে। দলের কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের ওপর ভরসা করি না। এককভাবে খেলি না। যেটাকে বলে টোটাল হকি, মোহামেডানের বিপক্ষে সেভাবেই খেলব।’

ম্যাচটি যখন চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে। আলাদা করে এই ম্যাচের আকর্ষণ থাকে। সেটি সমর্থক ছাপিয়ে ছুঁয়ে যায় খেলোয়াড় কিংবা কোচদেরও। আবাহনীর কোচ অবশ্য বাড়তি চাপ দেখছেন না। তিনি বরং নিজের দল নিয়েই ভাবছেন বলে জানালেন, ‘আমাদের কাছে সব দলই এক। আমরা সবাইকে সমীহ করি। নিজেদের পরিকল্পনামতো খেলি। সেটি মোহামেডান হোক কিংবা মেরিনার্স হোক। আমাদের পরিকল্পনা যদি ঠিক থাকে তবে আলাদা করে ওদের (মোহামেডান) নিয়ে ভাবার কিছু নেই।’ তবে এটিও স্বীকার করেছেন যে, এ দুই দলের খেলায় স্নায়ুচাপ থাকবে। সেটি যারা ধরে রাখবে তারাই জিতবে বলে জানালেন হেদায়েতুল ইসলাম। মোহামেডানকে মোকাবিলার আগে অবশ্য ইনজুরির ধাক্কা লেগেছে আবাহনী শিবিরে। দলের লেফটব্যাক ফরহাদ আহমেদ সিতুলকে পাচ্ছে না আবাহনী। ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন দলের কোচ।

ম্যাচের আগের দিন অনুশীলনে মোহামেডানের খেলোয়াড়রা। প্রবা ফটো

লিগে মোহামেডানও রয়েছে ভালো অবস্থায়। ৭ খেলা শেষে ১৯ পয়েন্ট পেয়ে টেবিলের তিনে আছে সাদা-কালোরা। এখনও পরাজয়ের তিক্ত স্বাদ না পাওয়া দলটি ড্র করেছে এক ম্যাচে। ৯ খেলায় ২২ পয়েন্ট নিয়ে তাদের ওপরে ঊষা ক্রীড়া চক্র। টেবিলের শীর্ষে থাকা আবাহনী খেলেছে ৮ ম্যাচ, ধানমন্ডিপাড়ার ক্লাবটির পয়েন্ট ২৪। তবে আজকের ম্যাচ জিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান কমাতে চায় মোহামেডান। 

সেটি মোটেও সহজ হবে না মোহামেডানের জন্য। পাওনা আদায়ে দুদিন আগে ক্লাব ছেড়েছিলেন খেলোয়াড়রা। যদিও পরের দিনই সবাই ক্লাবে ফিরেছেন। ক্লাব সভাপতি আশ্বস্ত করেছেন পাওনা পরিশোধের। মাঠের বাইরের অনাকাঙ্ক্ষিত ঘটনা সামলে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোই এখন লক্ষ্য মোহামেডানের। দলটির কোচ শহিদুল্লাহ টিটু অবশ্য প্রতিপক্ষকে সমীহ করছেন, ‘ওরা (আবাহনী) অবশ্যই ভালো দল। তারা সব ম্যাচ জিতেছে। তবে এই ম্যাচে যারা ভালো খেলবে তারাই জিতবে। আমাদের খেলোয়াড়রা আত্মবিশ্বাসী। আমরা ভালো ফলের আশায়। এর বাইরে কিছু ভাবছি না।’ ম্যাচটা আবাহনীর বিপক্ষে বলেই আলাদা কিছু করার তাগিদ থাকে খেলোয়াড়দের মধ্যে। সেটি মনে করে শহিদুল্লাহ টিটু বলেন, ‘আবাহনী-মোহামেডান ম্যাচ নিয়ে আলাদা কিছু নতুন করে বলার নেই। এটির মাহাত্ম্য আলাদা। মোহামেডান-আবাহনী খেলাটা সম্পূর্ণ ভিন্ন এক ম্যাচ। এখানে লিগের একটা চান্স, মর্যাদার ব্যাপার থাকে। লিগে এটি শক্ত একটা ম্যাচ। আমরা সেটি জিততে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা