প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪ ১০:৪১ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪ ১০:৫৪ এএম
লাল বলের ক্রিকেটে অভিষেক হলো হাসান মাহমুদের। ছবি : সংগৃহীত
সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতেছেন সফরকারী দলের অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। নাজমুল হোসেন শান্তর দলকে আগে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক। এ টেস্টে বাংলাদেশ দলে ফিরেছেন অভিজ্ঞ অলররাউন্ডার সাকিব আল হাসান। এ ছাড়া লাল বলের ক্রিকেটে অভিষেক হলো হাসান মাহমুদের।
এর আগে বাংলাদেশের হয়ে ২২ ওয়ানডে এবং ১৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হাসান। প্রথম টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার সঙ্গে লড়াই করতে পারেনি বাংলাদেশ। ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছেন চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তাই ধবলধোলাই এড়াতে চাইলে সাদা পোশাকের শেষ ম্যাচে ন্যূনতম ড্র করতে হবে লাল সবুজের দলকে।
বাংলাদেশ একাদশ : মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক, লিটন দাস, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা একাদশ : নিশান মাদুশঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমল, ধনঞ্জয়া ডি সিলভা, বিশ্ব ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।