প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ১৮:৩৪ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪ ১৯:১২ পিএম
গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার চাপে আছেন লিটন; ছবি সংগৃহীত
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। ফর্মহীনতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে দল থেকে বাদ পড়েন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সুযোগ পেলেও ব্যর্থ হন লিটন। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে দৃষ্টিকটু এক শট খেলে আউট হয়ে সমালোচনার শিকার হন তিনি। তবুও চট্টগ্রামে শেষ টেস্টে লিটনকে নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাসের দাবি, লিটনের ওপর চাপ আসছে বাইর থেকে। তার ভাষ্যে, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার চাপে আছেন ডানহাতি এই ব্যাটার।
শনিবার (৩০ মার্চ ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। এ টেস্টের আগেই পরিবারের জরুরি প্রয়োজনে অস্ট্রেলিয়া গেছেন বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাই বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ নিক পোথাস। ম্যাচের আগের দিন নিয়মমাফিক সংবাদ সম্মেলনেও আসলেন তিনি। সেখানেই নিক পোথাসকে জিজ্ঞাসা করা হয় লিটনের ফর্ম নিয়ে।
লিটনকে নিয়ে ভারপ্রাপ্ত প্রধান কোচ পোথাস বলেন, ‘আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, লিটন ভালো জায়গায় আছে। সমস্যা হলো লিটনের ওপর চাপটা আসে বাইরে থেকে। আমি মনে করি, আমরা যদি লিটনকে লিটনের হাতে ছেড়ে দিই, সে আপনাকে তার সেরাটা দেখাবে।’
বাইরে থেকে লিটনের ওপর চাপ কীভাবে আসে, সেই ব্যাপারে পোথাস বলেন, ‘গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম যেভাবে তার ওপর হামলে পড়ে, আমরা ভুলে যাই যে এই ছেলেরা খুব ভালো ক্রিকেটার এবং তারাও মানুষ।’ লিটনের সঙ্গে মানুষের মতো আচরণও করতে বললেন পোথাস, ‘আমরা যদি তাদের সঙ্গে মানুষের মতো আচরণ করি এবং নিজের মতো কাজ করার সুযোগ করে দিই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সে আপনাকে সেরা ফলাফল এনে দেখাবে।’