× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিব ইস্যুতে মুখে কুলুপ ধনঞ্জয়ার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ১৭:২৭ পিএম

সাকিবকে নিয়ে যত প্রশ্ন আছে, সবটার উত্তর ম্যাচের পর দেবেন লঙ্কান অধিনায়ক— বিসিবি’র ভিডিও থেকে নেওয়া

সাকিবকে নিয়ে যত প্রশ্ন আছে, সবটার উত্তর ম্যাচের পর দেবেন লঙ্কান অধিনায়ক— বিসিবি’র ভিডিও থেকে নেওয়া

সংবাদ সম্মেলনে বারবার ঘুরেফিরে আসছিল সাকিব আল হাসান ইস্যু। ধনঞ্জয়া ডি সিলভা একবার দুবার করে মোট চারবার এড়িয়েও গেছেন সেসব প্রশ্ন। শ্রীলঙ্কার অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়েছিল— সাকিব ফিরলে বাংলাদেশের শক্তি বাড়বে কিনা, তাকে নিয়ে লঙ্কানদের পরিকল্পনা এবং স্পিন আক্রমণ বাড়বে কিনা... সব প্রশ্নের উত্তর একই টেনেছেন ধনঞ্জয়া, ‘ম্যাচের পরে সব বলব।’

আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হচ্ছে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিলেটে বড় জয় পেয়ে এগিয়ে আছে লঙ্কানরা। তার আগে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে ধনঞ্জয়া দিয়েছেন চাচাছোলা সব উত্তর। সবশেষ জানিয়েছেন, বাংলাদেশ আক্রমণাত্মক হলে তারাও খেলবেন আক্রমণাত্মক উপায়ে।

চট্টগ্রাম টেস্টে সাকিব ফিরেছেন, টাইগারদের অন্যতম অলরাউন্ডার দলে ফিরে কেমন ভূমিকা রাখতে পারে, ধনঞ্জয়া শুরুতেই প্রশ্নটিকে পুল করে উড়িয়ে দিয়েছেন, ‘এটা তো আমি এখন বলতে পারব না। ম্যাচের পরে বলতে পারব। ম্যাচের আগে পারব না।’ ধনঞ্জয়া এরপর মিনিট দশেকের সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে আরও তিনটি প্রশ্ন শুনেছেন। সব কিছুর উত্তর রেখেছেন ধোঁয়াশা।

সাকিবকে নিয়ে লঙ্কানদের পরিকল্পনা জানতে চাইলে ধনাঞ্জয়া মুখ টিপে হেসে বলেছেন, ‘আমি এখন বলতে পারব না।’ একই উত্তর স্পিন আক্রমণে শক্তি বাড়বে কিনা, সেই ইস্যুতে। সবশেষ সাকিবের ব্যাপারে কেন উত্তর দিতে চাচ্ছেন না, সেটি জানতে চাওয়া হয় লঙ্কান অধিনায়কের কাছে। এখানেও কৌশলী ধনঞ্জয়া, ‘আমার কী বলা উচিত? সে তো আমার দলের খেলোয়াড় নয়। বাংলাদেশ দলের অধিনায়ককে জিজ্ঞাসা করা উচিত আপনার।’

ধনঞ্জয়া এড়িয়ে গেলেও দীর্ঘ পাঁচ মাস পর দলে ফেরা সাকিবের স্তুতি গেয়েছেন নিক পোথাস। টাইগারদের ভারপ্রাপ্ত কোচ মনে করেন, সাকিব দারুণ পেশাদার ক্রিকেটার। যে কারণে তার মানিয়ে নিতে অসুবিধা হবে না, ‘সাকিব দারুণ পেশাদার। সে জানে কী করতে হবে এবং কী করা যাবে না। সে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে। সাকিব দলে থাকা মানে যেকোন দল ভাগ্যবান। ড্রেসিংরুমে তাকে পাওয়া সবসময় দারুণ ব্যাপার। তার প্রাণশক্তি দলের মধ্যে ছড়িয়ে পড়ে। সাকিব সবসময় দলকে কিছু না কিছু দেয়।’

আগামীকাল শনিবার সকাল দশটায় শুরু ম্যাচ। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা