× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলকে ক্রিকেট মনে হয় না অশ্বিনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ১১:৪৪ এএম

আপডেট : ২৯ মার্চ ২০২৪ ১১:৪৭ এএম

আইপিএলকে ক্রিকেট মনে হয় না অশ্বিনের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তদশ আসরেও রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের জনপ্রিয় লিগটির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অভিজ্ঞ এ স্পিনার। নির্দিষ্ট দলের প্রচারের বাইরে স্পন্সর প্রতিষ্ঠানের পেছনে সময় ব্যয়ের বিষয়টি মোটেও পছন্দ নয় অশ্বিনের।

সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে ভারতীয় এ তারকা বলেন, ‘আমি যখন আইপিএল খেলতে এসেছিলাম, তখন জানতাম না লিগটি ১০ বছর পরে কোথায় যাবে। এটি বিশাল প্রতিযোগিতা। ক্রিকেটের পাশাপাশি এখানে আরও অনেক কিছু আছে।’

অশ্বিন বলেন, ‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ কোনো ক্রিকেট? কারণ এখানে (আইপিএল চলাকালে) স্পোর্টসটা থাকে ব্যাকস্টেজ হিসেবে, অর্থাৎ ক্রিকেটকে সবার শেষে রাখা হয়। এটি বিশাল আয়োজন। এমনও সময় গেছে যখন আমরা বিজ্ঞাপনের শুটিংয়ের মাঝে অনুশীলন করেছি। মাঠে অনুশীলনের সময়ই পাইনি।’

পডকাস্ট অনুষ্ঠানটিতে তিনি এও বলেন, ‘আমার এখনও মনে আছে, স্কট স্টাইরিসের (নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার) সঙ্গে আমার একবার কথা হচ্ছিল, তখন আমরা দুজনই চেন্নাই সুপার কিংসে ছিলাম। সে আমাকে বলেছিল, আইপিএলের শুরুর দিকে ডেকান চার্জার্সের হয়ে খেলার সময় সে ভাবেওনি যে আইপিএল দু-তিন বছরের বেশি চলবে। প্রথম দিকে প্রচুর অর্থের প্রবাহ ছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা