× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সৈকতের অর্জন অনুপ্রেরণাদায়ক’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ১০:৪৫ এএম

আপডেট : ২৯ মার্চ ২০২৪ ১১:০০ এএম

‘সৈকতের অর্জন অনুপ্রেরণাদায়ক’

প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তার এ অর্জন দেশের ক্রিকেটাঙ্গনে আনন্দের বার্তা নিয়ে আসে। সাবেক-বর্তমান ক্রিকেটাররা প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন সৈকতকে।

বাংলাদেশের আম্পায়ারকে অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সমাজমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘খেলোয়াড় হিসেবে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করেছেন একসময়। কত ম্যাচ খেলেছি, আপনি অনফিল্ড আম্পায়ার থেকেছেন। কিন্তু আজ যেটা করলেন সত্যিই অসাধারণ। কল্পনায়ও কোনো দিন ভাবিনি আমাদের দেশের কেউ এলিট প্যানেলে জায়গা পাবেন। অভিনন্দন, সঙ্গে শুভকামনা সৈকত ভাই!’

জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে যুক্ত হয়ে ইতিহাস সৃষ্টি করায় অভিনন্দন আপনাকে সৈকত ভাই। আপনার এ সম্মান অনুপ্রেরণাদায়ক। শুভকামনা রইল।’

ভারত বিশ্বকাপে যে ভাবমূর্তি তৈরি করেছিলেন, এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়াকে তার পুরস্কার বলেই মনে করছেন সৈকত। সম্মাননা প্রাপ্তির পর লিখেছেন, ‘বিশ্বকাপে পাঁচটি ম্যাচ পরিচালনা করি, যার প্রতিটি ছিল ঘটনাবহুল। বিশ্বকাপে আমার জন্য সবচেয়ে কঠিন ছিল আফগানিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ। বিশ্বকাপে আমি একটা ভালো ভাবমূর্তি তৈরি করেছিলাম, প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে বিশ্বকাপে গিয়ে নার্ভাস ছিলাম না। আমার মনে হয়, এর পুরস্কারই আজকের এ অর্জন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা