× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ানডে সিরিজে ধবলধোলাই বাংলাদেশ

জ্যোতি সারপ্রাইজড, মহাখুশি গার্থ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ১৯:৪২ পিএম

বাংলাদেশকে ধবলধোলাই করে খুশি অস্ট্রেলিয়া, হতাশ টাইগ্রেসরা— বিসিবি’র ভিডিও থেকে নেওয়া ছবি

বাংলাদেশকে ধবলধোলাই করে খুশি অস্ট্রেলিয়া, হতাশ টাইগ্রেসরা— বিসিবি’র ভিডিও থেকে নেওয়া ছবি

সংবাদ সম্মেলনে প্রতিনিধি হয়ে আসা দুজনের চেহারাই জানান দিচ্ছিল সব। নিগার সুলতানা জ্যোতি পুরোটা সময়ে ভুল স্বীকার করলেন, মলিন মুখে নিজেদের অপরাগতা জানালেন এবং সবশেষে আশ্বাস দিলেন। বিপরীতে কিম গার্থ ছিলেন হাস্যজ্বোল। অস্ট্রেলিয়ার পেসার স্তুতি গেয়েছেন সতীর্থদের, বাংলাদেশে প্রথমবার খেলতে এসে পাওয়া হোয়াটওয়াশের খুশিও তার যেন ধরছে না। ঘরের মাটিতে ভরাডুবিতে নিগার যেখানে ‘সারপ্রাইজড’ সেখানেই গার্থ ‘ভেরি হ্যাপি।’

৯৫, ৯৭ এবং ৮৯— অজি মেয়েদের বিপক্ষে তিন ওয়ানডের কোনোটিতেই শতরান পেরোতে পারেনি টাইগ্রেসরা। হারও বেশ বড়। আজ বুধবার মিরপুর শেরই-বাংলা স্টেডিয়ামে শেষ ওয়ানডেতেও নূন্যতম লড়াই চালাতে পারেনি বাংলাদেশ। আগের দুটিতে ১১৮ রান ও ৬ উইকেটের হারের পর শেষটি হেরেছে ৮ উইকেটে। এমন ব্যাটিং ব্যর্থতার দায় নিয়ে টাইগ্রেস কাপ্তান বলেছেন, সক্ষমতার ১০ শতাংশও তারা দিতে পারেনি। তাতেই এমন হতশ্রী ফল।

ধবলধোলাই হওয়ার পর জ্যোতি ব্যাটিংকেই ‍দুষছেন, ‘১০ শতাংশও না। নিজেও পুরোপুরি অবাক। কারণ গত ৬ মাসে যেভাবে ক্রিকেট খেলেছি, এটা একেবারেই অমন না। পুরো দল ব্যর্থ। দু-একটা দিকে ভুল হলে তবুও মেনে নেয়া যায়। কিন্তু পুরো দল ভিন্ন ধরনের ক্রিকেট খেলছে। মনে হচ্ছে যে ব্যাকফুটে রাখছে, মনে হয় যে সামর্থ্যের ১০ ভাগও খেলতে পারিনি।’

শেষ ম্যাচে মিরপুরে এদিন ব্যাটিংয়ে আরেকবার অন্ধকারে ডুবে ছুঁতে পারেনি তিন অঙ্ক। ৬৩/৯ থেকে সুলতানা খাতুন ও মারুফা আক্তারের লড়াইয়ে ৮৯ রান অবধি পৌঁছায় বাংলাদেশ। সহজ লক্ষ্য পেরোতে মোটে ১৮.২ ওভার সময় নিয়েছেন অ্যালিসা হিলিরা। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ব্যাটিংয়ে অসহায় আত্মসমর্পণে দলের নিবেদন হয়েছে প্রশ্নবিদ্ধ, ‘অবশ্যই পুরো দল অনেক হতাশ। সবাই আসলে এমন আশা করেনি। আমরা নিজেরাও আশা করিনি, এতটা বাজে খেলব। দ্বিতীয়ত, আমাদের ইন্টেন্টের অভাব তো অবশ্যই বলবো। প্রতিটা দিন টপ-অর্ডার যেভাবে ব্যাটিং করেছে, তাদের থেকে আমরা পাইনি। তারা মাঠে থাকতে পারেনি, থাকলেও রান করতে পারেনি। জুটি গড়ার দিকে কারও কোনো মনোযোগ ছিল না।’

স্বাগতিকদের ওপর ছড়ি ঘুরিয়ে পাওয়া সিরিজ জয়ে মহাখুশি অস্ট্রেলিয়া। আবহাওয়া এবং কিছু প্রশ্নের উত্তর খোঁজা সফরে দারুণ শুরু পেয়ে খুশি কিম গার্থও। অজি পেসার স্তুতি গেয়েছেন সতীর্থদের, ‘সিরিজ ভালোই হয়েছে। আমরা দল হিসেবে বেশ ভালো খেলেছি। বোলারদের দারুণ অবদান ছিল। বোলিং ইউনিট হিসেবে আমরা সিরিজজুড়ে বেশ ভালো করেছি। ব্যাটারদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। পরে ব্যাট করা ম্যাচে অত বেশি সময় পাওয়া যায়নি হয়ত। মেয়েরা দারুণভাবে কাজটা করেছে। সবাই দারুণ খুশি দলের এমন পারফরম্যান্সে।’

আগামী ৩১ মার্চ মাঠে গড়াবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। তিন ম্যাচের সিরিজটির সবকটি ম্যাচ বসবে মিরপুরে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা