আইপিএল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪ ১৯:৫২ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪ ২০:১৪ পিএম
এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি মুস্তাফিজুর রহমান
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি গুজরাট টাইটানস। আসরে দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। দুই দলই এখনও অজেয়। এগিয়ে যাওয়ার মিশনে টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন গুজরাট টাইটানসের অধিনায়ক শুভমান গিল।
চেন্নাইয়ের চিপকে হাতের তালুর মতো চেনা ঘরের এক পরিবর্তন দেখা গেছে চেন্নাইয়ে। থিকসানার পরিবর্তে পাথিরানাকে দেখা যাবে একাদশে। একাদশে আছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ফিজ। ৪ ওভারে ২৯ রান দিয়ে চারটি উইকেট তুলেছিলেন। আজ পার্পল ক্যাপ পরেই মাঠে নামবেন।
গুজরাট অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
চেন্নাই সুপার কিংস (একাদশ) :
রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, সামীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে ও মুস্তাফিজুর রহমান।
গুজরাট টাইটান্স (একাদশ) :
ঋদ্ধিমান সাহা, শুবমান গিল (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, সাই কিশোর, উমেশ যাদব, মোহিত শর্মা ও স্পেন্সার জনসন।
সাব : সাই সুদর্শন, শরথ বিআর, অভিনব মনোহর, নূর আহমেদ, মানব সুথার।