× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালদের শক্তি ঘরের মাঠ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪ ০১:০২ এএম

আপডেট : ২৬ মার্চ ২০২৪ ১১:১১ এএম

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন কোচ হাভিয়ের কাবরেরা। সে সময় উপস্থিত ছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। ছবি : আ. ই. আলীম

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন কোচ হাভিয়ের কাবরেরা। সে সময় উপস্থিত ছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। ছবি : আ. ই. আলীম

বিশ্বকাপ বাছাইয়ে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ। ফিলিস্তিনের বিপক্ষে আজ মাঠে নামবে হাভিয়ের কাবরেরার দল। গ্রুপ পর্বে দুই দলের এটি দ্বিতীয় লেগের খেলা। প্রথম লেগের খেলায় তাদের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে চান লাল-সবুজ প্রতিনিধিরা। কিংস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ৩টায়। ঘরের মাঠে খেলা বলেই আশাবাদী দলের কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

সফরকারীদের বিপক্ষে এ নিয়ে অষ্টমবারের মতো মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগের সাত দেখায় জয়হীন বাংলাদেশ। ২০০৬ সালে প্রথমবার ফিলিস্তিনকে মোকাবিলা করে বাংলাদেশ। সেবার এএফসি চ্যালেঞ্জ কাপের ম্যাচে অতিথিদের সঙ্গে ১-১ ড্র করে লাল-সবুজের দল। সর্বশেষ গত ২২ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৫-০ ব্যবধানে পরাজয়বরণ করে কাবরেরার দল। যদিও ওই ম্যাচে প্রথম ৪০ মিনিট দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ। তবে প্রথমার্ধের ৪৩ ও যোগ করা সময়ের এক মিনিটের মাথায় গোল হজম করে ২-০-তে পিছিয়ে পড়ে সফরকারী বাংলাদেশ। কুয়েতে অনুষ্ঠেয় সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি জামাল ব্রিগেড। পরের অর্ধে গোল হজম করে আরও তিনটি। 

‘আই’ গ্রুপ থেকে পরের রাউন্ডে যেতে এখন কঠিন সমীকরণের সামনে কাবরেরার দল। স্রেফ ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছেন লাল-সবুজ প্রতিনিধিরা। সবার ওপরে অস্ট্রেলিয়া। তিন ম্যাচেই তারা শতভাগ জয় তুলে নিয়েছে। পরের স্থানটির দখল ফিলিস্তিনের। তিন খেলায় ৪ পয়েন্ট তাদের। তিনে থাকা লেবাননের পয়েন্ট ২। 

বাংলাদেশের লক্ষ্য অন্তত টেবিলের দুইয়ে থেকে পরের রাউন্ডে যাওয়া। সেক্ষেত্রে আজকের ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট চাই বাংলাদেশের। জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪। ফিলিস্তিনের সঙ্গে সমান সমান। ড্র করলে তিন পয়েন্ট পিছিয়ে পড়বে বাংলাদেশ। অন্যদিকে ফিলিস্তিন জিতে গেলে তাদের পয়েন্ট হবে ৭। পরের দুই খেলায় জিতলেও ফিলিস্তিনকে টপকাতে পারবে না ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৩-তে থাকা দলটি। সেসব বিবেচনায় নিলে আজকের খেলায় জয়ের জন্যই মাঠে নামবে জামাল বাহিনী। 

ম্যাচের আগের দিন সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল বলেছেন, ‘সবশেষ ম্যাচের ফলাফলে আমরা হতাশ। ওই ম্যাচে আমাদের খেলায় কী কী ভুল ছিল সেসব নিয়ে নিজেদের মধ্যে কথা হয়েছে। ৪০ মিনিটের পর আমরা হঠাৎ দুই গোল হজম করি। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও দুই গোল…। আসলে ১০ মিনিটের মধ্যে আমাদের হাত থেকে সবকিছু বের হয়ে যায়। এরকম কিছু আবার হোক সেটা চাই না। আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিতে চাই। এই ম্যাচের দিকে আমরা তাকিয়ে আছি।’

আগের ম্যাচের বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও সংবাদ সম্মেলনে ঘুরেফিরে আসে ওই ম্যাচের প্রসঙ্গ। যেটা নিয়ে কথা বলতে কিছুটা হতাশই মনে হলো জামালদের কোচ হাভিয়ের কাবরেরাকে। বেশ কয়েকবার তার কথায় ছিল খুব সম্ভবত যদিকিন্তুর বিষয়টি। তবে তিনিও আশাবাদী দল নিয়ে। হোম ম্যাচ বলেই বেশি ইতিবাচক তিনি, ‘ফিলিস্তিন শারীরিকভাবে কতটা শক্তিশালী সেটা আমরা সবাই জানি। রক্ষণে আমাদের শুরু থেকেই মনোযোগী হতে হবে। তাদের ফরোয়ার্ড লাইনে পাওয়ারফুল কিছু খেলোয়াড় আছে। আমাদের প্রথমার্ধে কিছুটা সময় নিতে হবে। আমি চাইব পরের অর্ধে আমাদের ফরোয়ার্ডরা সুযোগ নিক। আমরা যদি আমাদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তবে দারুণ কিছুই হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা