× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তর কাছেও নেই লিটনের আউটের ব্যাখ্যা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ১৫:৫৭ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৪ ১৬:২৬ পিএম

লিটনের আউট নিয়ে চলছে সমালোচনা করেছেন শান্তও— সংগৃহীত ছবি

লিটনের আউট নিয়ে চলছে সমালোচনা করেছেন শান্তও— সংগৃহীত ছবি

৫ শতাধিক রানের বোঝা মাথায় নিয়ে টাইগারদের ব্যাটিং ছিল হতশ্রী। ব্যর্থ হন মাহমুদুল হাসান জয়। অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে স্লিপে ক্যাচ দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উইকেট বিলিয়ে আসেন শাহাদাত হোসেন দিপুও। সবশেষে লিটন দাস হন সবচেয়ে দৃষ্টিকটু আউট। প্রথম বলেই উড়িয়ে মারতে গিয়ে টাইমিং গড়বড় করে বসেন। অমন পরিস্থিতিতে লিটনের এমন শটে হতভম্ব সমর্থকরা। কেন লিটন আত্মঘাতী হলেন, সেই ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছিল অধিনায়কের কাছে।

শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানের বড় হারের পর কৌশলী উত্তর দিয়েছেন শান্ত। টাইগার অধিনায়কের মনে হচ্ছে, এমন আউট সাধারণত কোনো ব্যাটার হয় না। সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘লিটনের আউটটা নিয়ে আসলে আমি বলতে পারব না। লিটনই ভালো ব্যাখ্যা দিতে পারবে।’

নিজের আউটের ব্যাখা দিয়ে শান্ত বলেছেন লিটনের আউটটি আসলেই দৃষ্টিকটু ছিল, ‘তবে হ্যাঁ, সাধারণত টেস্ট ক্রিকেটে এ ধরনের আউট খুব একটা দেখা যায় না। আমার আউটটা নিয়ে যেটা বলতে পারব, ভুল বল বেছে নিয়েছিলাম। উইকেট যেমন ছিল, নতুন বলে এ ধরনের বল টপ অর্ডার ব্যাটার হিসেবে ছেড়ে দেওয়া উচিত। আমার মনে হয় মিস জাজমেন্ট। পরের ম্যাচে ভালো করার জন্য সবাই চিন্তা করবে এবং ভালোভাবে কামব্যাক করবে।’

ঠিকমতো হলে এটা নিয়ে এত কথা হতো না। আউট তো আউটই। তবে এ ধরনের আউট যেন না হয়, ব্যাটিং কোচ বা লিটন আরও ভালোভাবে পরিকল্পনা করবে

লিটনসহ সবাইকে শান্ত সতর্কও করেছেন, যেন অমন পরিস্থিতিতে এমন আউট না হন, ‘নির্দিষ্ট শট নিয়ে কথা বলার জন্য ব্যাটিং কোচ আছে। কেন খেলেছেন কী কারণে খেলেছেন এটা নিয়ে ব্যাটিং কোচ তার সঙ্গে কাজ করবে। এটা আমার কাজ না। এ আউট নিয়ে খুব বেশি কথা বলার দরকার সেটাও আমি মনে করছি না। ঠিকমতো হলে এটা নিয়ে এত কথা হতো না। আউট তো আউটই। তবে এ ধরনের আউট যেন না হয়, ব্যাটিং কোচ বা লিটন আরও ভালোভাবে পরিকল্পনা করবে।’

আগের দিন মেহেদী হাসান মিরাজ বলেছিলেন— টেস্ট বলেই এমন হচ্ছে। তার আগে বাংলাদেশের ব্যাটারদের সমালোচনা করেছিলেন নির্বাচক আব্দুর রাজ্জাকও। তবে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে লিটনের দৃষ্টিকটু আউট নিয়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা