× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ব্রাদার্স ইউনিয়নে এলিটা কিংসলে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ২১:৩২ পিএম

এবার ব্রাদার্স ইউনিয়নে এলিটা কিংসলে; ফাইল ছবি

এবার ব্রাদার্স ইউনিয়নে এলিটা কিংসলে; ফাইল ছবি

২০২১ সালে নাইজেরিয়া ছেড়ে বাংলাদেশের নাগরিক হন ফুটবলার এলিটা কিংসলে। বাংলাদেশি হওয়ার পর বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনীর হয়ে খেলেছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু চলতি মৌসুমের প্রথম লেগে এলিটাকে দলেই নেয়নি কোনো ক্লাব। মধ্যবর্তী দলবদলে অবশেষে দল পেলেন এলিটা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বে অবনমন এলাকায় থাকা ব্রাদার্স ইউনিয়নে ঠাঁই পেলেন ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার। 

এলিটা কিংসলে এবার দল না পাওয়ায় নাইজেরিয়া ও ভারতে বেশ কিছু সময় ছিলেন। গতকাল শেষ হওয়া প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদলে তাকে নিবন্ধন করিয়েছে ব্রাদার্স।  গোপীবাগের দলটি তাকে দলে ভেড়ানোয় আবার বাংলাদেশে এসে  অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। ব্রাদার্সের ম্যানেজার আমের খান বলেন, ‘এলিটা এখন দলের সঙ্গে অনুশীলন করছে। তার স্কোরিং ক্ষমতা ভালো। এজন্য দলে নেয়া হয়েছে।’

২০১১ সালে আরামবাগ ক্রীড়া সংঘের জার্সিতে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে যাত্রা শুরু করেছিল এলিটা কিংসলে। ২০২১ সালে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে নাম লেখান বসুন্ধরা কিংসে। কিংসের জার্সিতে দুই মৌসুমে ২১ ম্যাচে করেন ৯টি গোল। সর্বশেষ প্রিমিয়ার লিগে আবাহনীর জার্সিতে স্থানীয়দের মধ্যে সবচেয়ে বেশি ৮ গোল করেন। প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে আবাহনীর জার্সিতে ১৬ ম্যাচ খেলে গোল করেছিলেন ৯টি। 

কিন্তু এ মৌসুমে তার সঙ্গে চুক্তি বাড়ায়নি আবাহনী। অন্য কোনো দলও তাঁকে নিতে আগ্রহ প্রকাশ করেনি। তাই এলিটা কিংসলির ব্রাদার্সে যোগ দেওয়া একটা চমকই। কারণ, দেশীয় ক্লাব কর্মকর্তাদের কাছে এখন একরকম ব্রাত্যই তিনি। বয়সের সাথে ফিটনেসেও বেশ সমস্যা আছে তার। 

তিন বছর আগে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছিলেন কিংসলে। গত বছর মার্চে সিলেট জেলা স্টেডিয়ামে সেশেলসের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেকও হয়। তবে দুই ম্যাচে মাত্র ৬৮ মিনিট মাঠে থেকে কোনো গোল পাননি। সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে তাঁকে নেননি কোচ হাভিয়ের কাবরেরা। এখন ব্রাদার্সের একাদশে তাঁর জায়গা হয় কি না, সেটাই দেখার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা