× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ২০:৪২ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৪ ২০:৪৮ পিএম

অপোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান; ছবি: আবদুল্লাহ আল মাসুম

অপোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান; ছবি: আবদুল্লাহ আল মাসুম

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। বিশ্বের নামি দামি অনেক কোম্পানির অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন এই টাইগার পোস্টারবয়। সেই ধারাবাহিকতায় এবার বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অপোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন তিনি। ২০২২ সালে প্রথমবার অপোর শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছিলেন ৩৭ বছর বয়সী তারকা এই অলরাউন্ডার।  

আজ রবিবার (২৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে বিশ্বব্যাপী অপোর ২০ বছর ও বাংলাদেশে ১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে অপোর সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন সাকিব। এ সময় অপোর উর্ধ্বতন কর্মকর্তা ও বেশ কয়েকজন মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।  

অপোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আরও একবার যুক্ত হতে পেরে বেশ উচ্ছ্বসিত সাকিব, ‘এটা (চুক্তি) আমাদের দুই বছর পেরিয়ে তৃতীয় বছর চলছে। আমাদের জার্নিটা এখন পর্যন্ত খুবই ভালো। আমাদের চমৎকার সব কাজ হয়েছে। চমৎকার সব ইভেন্ট হয়েছে। আমি খুব উপভোগ করেছি, আশা করি অপো খুব উপভোগ করেছে। দিন দিন আমাদের সম্পর্কটা মজবুত হচ্ছে। আমি বিশ্বাস করি, সামনেও এই সম্পর্কটা মজবুত থাকবে।’

গত এক দশকে নিরন্তর সহযোগিতার জন্য গ্রাহক, অংশীদার ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং, ‘১০ বছর পূর্তির এই বিশেষ মুহূর্তে আমরা অত্যন্ত গর্ব ও কৃতজ্ঞতার সাথে অপোর যাত্রাকে দেখতে চাই। আমরা উদ্ভাবনের সীমানাকে প্রসারিত করতে ও সাকিব আল হাসানের সাথে গ্রাহকদেরকে ব্যতিক্রমী অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অপোর সাফল্য ও অগ্রগতির এই ধারাকে অব্যাহত রাখতে চাই।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা