× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ে ফিরতে মরিয়া মেয়েরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪ ২৩:১২ পিএম

জয়ে ফিরতে মরিয়া মেয়েরা

কন্ডিশন বা বাংলাদেশের আবহাওয়াকেই বেশি চ্যালেঞ্জ মনে করছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ যেখানে প্রস্তুত সেখানে বেশ কিছু উত্তর খুঁজতে চান অ্যানাবেল সাদারল্যান্ডরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দাপুটে জয়ে শুরুর পরও নতুন করেই পরিকল্পনা সাজিয়েছেন অজি নন্দিনীরা। বাংলাদেশ সেখানে ভুলগুলো খুঁজে সেটি কাটিয়ে উঠতে চাচ্ছে। গতকাল শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ফাহিমা খাতুন আশ্বস্ত করেছেন, পুরোনো ভুল করবেন না। ভালো ক্রিকেট উপহার দেবেন।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ সকাল ১০টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। তার আগে প্রথম ম্যাচের ভুলগুলো নিয়ে কথা বলেছেন ফাহিমা। ক্যাচ মিস, আউটের সুযোগ কাজে লাগাতে না পারা এবং বোলিংয়ে লাইন-লেন্থ হারিয়ে ফেলার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি। তার মতে, দিনটা যদি নিজেদের পক্ষে থাকত তাহলে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা অজিদের দুইশ রানের মাঝেই আটকাতে পারতাম। ফলও ভিন্ন হতো সেক্ষেত্রে।

মাঝের ওভারগুলোর এলোমেলো বোলিংয়ের সঙ্গে ক্যাচ হাতছাড়া আর বাজে ফিল্ডিংয়ের কারণেই অস্ট্রেলিয়া ২০০ পেরোতে পেরেছে বলে মনে করেন প্রথম ম্যাচের শেষ ওভারে রেকর্ড ২৯ রান দেওয়া ফাহিমা। তার ভাষায়, ‘বোলিংয়ে যেভাবে শুরু করেছিলাম— লক্ষ্য ছিল আমাদের যে শক্তি আছে, সেটা দিয়ে ওদের অল্প রানে আটকানো। তারা অনেক বড় দল, আমরা সেভাবে চিন্তা করিনি। চেষ্টা করেছি আমাদের যে শক্তি আছে, সেটা দিয়েই আমাদের সেরা ক্রিকেট খেলার। আমরা ভালো বোলিং করেছি, হ্যাঁ, মাঝখানে ক্যাচ মিস হয়েছে, মিসফিল্ডিং ছিল। এ কারণে তারা ২০০ রান পেরোতে পেরেছে।’ 

সব মিলিয়ে প্রথম ম্যাচে নিজেদের বোলিং নিয়ে বেশ সন্তুষ্টই বাংলাদেশের এই অভিজ্ঞ লেগ স্পিনার, ‘আমি মনে করি আমাদের বোলাররা অনেক ভালো বোলিং করেছে। অন্যান্য দলের বিপক্ষে তারা তিনশর বেশি রান করেছে, আর আমাদের বোলারের বিপক্ষে তারা ভুগেছে। আমাদের ভুলের কারণেই তারা দুইশ পার করতে স্বাগতিক দলের স্পিনারদের সামলাতে হিমশিম খেতে হয় অজি ব্যাটারদের। ইনিংসের শুরুতে অজিদের আটকেও দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা।

কিন্তু মাঝের দিকে স্বাগতিকদের ঢিলেমির সুযোগ নেয় সফরকারীরা। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলা সাদারল্যান্ড জানিয়েছেন, সিরিজ নির্ধারণী ম্যাচে আরও বেশি পরিকল্পনা করে নামবে অস্ট্রেলিয়া। কন্ডিশনকে কঠিন মানলেও অজি অলরাউন্ডার খুশি নিজেদের পারফরম্যান্সে, ‘কঠিন কন্ডিশন ছিল, আমরা যা ভেবেছিলাম তার চেয়েও কঠিন। এমন কঠিন কন্ডিশনে মানিয়ে নিতে পেরে আমি খুশি। বল ঘুরছিল ও বাউন্স করছিল। তবে ইনিংসজুড়েই আমরা এটিই দেখিয়েছি যে জুটি কতটা গুরুত্বপূর্ণ। নিজের উইকেটের মূল্য বুঝতে হবে। টিকে থাকতে হবে, পরে গিয়ে যাতে এর সুবিধা তোলা যায়।’

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি তথা সিরিজ বাঁচানোর ম্যাচে ফাহিমাদের পরিকল্পনাও সরল। ভালো ক্রিকেট খেলা, অজিদের যতটা সম্ভব আটকে রাখা এবং ভালো ব্যাটিং করা। ফাহিমার ভাষায়, ‘কালকের (আজ) ম্যাচেও আমাদের লক্ষ্য থাকবে বোলিংয়ের যে শক্তি, সেটির পাশাপাশি ভালো ফিল্ডিং করে ওদেরকে কম রানের মধ্যে আটকে রাখা। আর আগে ব্যাটিং করলে অবশ্যই ভালো টার্গেট দেওয়ার চেষ্টা করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা