ডিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪ ১৯:৫৪ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৪ ২০:২২ পিএম
৬৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন তামিম ইকবাল
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আরও একটি একপেশে ম্যাচ দেখা গেল। আবাহনীর মতো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব জয় পেয়েছে ৮ উইকেটে। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে প্রাইম ব্যাংকের দুই ওপেনার তামিম ইকবাল (৬৭) ও পারভেজ হোসাইন ইমন (৫০) অর্ধশতক পেয়েছেন। তাদের ব্যাটিংয়ে আসরে চতুর্থ জয় পেয়েছে প্রাইম ব্যাংক।
বুধবার (২০ মার্চ ) বিকেএসপিতে ( ৩ নম্বর মাঠ) শেখ মেহেদী হাসান, নাজমুল ইসলাম ও অলক কাপালিদের ঘূর্ণিতে প্রথম বিভাগ থেকে উঠে আসা দলটি ৩১.১ ওভারে থামে ১৩২ রানে। শামসুর রহমান সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেছেন। জবাবে উড়ন্ত সূচনা হয় প্রাইম ব্যাংকের। দুই ওপেনার তামিম-পারভেজের ১১৮ রানের জুটি যখন ভাঙে, তখন জয়ের দ্বারপ্রান্তে দল। দুই রানে দুই ওপেনার বিদায়ের পর বিশাল চৌধুরি ও নাইম ইসলাম জয় নিয়ে মাঠ ছাড়েন। রূপগঞ্জের হয়ে আরিফুল জনি ও আব্দুল্লাহ আল মামুন একটি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর :
রূপগঞ্জ : ৩১.১ ওভারে ১৩২/১০ (শামসুর রহমান ৫০, আসাদুল্লাহ গালিব ২৫; নাজমুল অপু ৩/২৪, অলক কাপালি ২/৪০)।
প্রাইম ব্যাংক : ২৯.২ ওভারে ১৩৩/২ (তামিম ৬৭,পারভেজ ৫০; আবদুল্লাহ ১/৮, আরিফুল জনি ১/২৭)।
ফল : প্রাইম ব্যাংক ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : তামিম ইকবাল।